নভেম্বরে রাশি পরিবর্তন করতে চলেছেন সূর্যদেব (Surya Transit 2022)। এই পরিবর্তন সমস্ত রাশির ওপরেই প্রভাব ফেলবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যদেব আগামী ১৬ নভেম্বর সন্ধে ৬টা ৫৮ মিনিটে বৃশ্চিক রাশিতে (Surya Gochar 2022 In Vrishchik Rashi) প্রবেশ করবেন। চলুন জেনে নেওয়া যাক এর ফলে কোন কোন রাশির ভাগ্যের দরজা খুলতে চলেছে।
মেষ রাশি (Aries) - মেষ রাশির জাতকদের জন্য সূর্য পঞ্চম ও অষ্টম ঘরের অধিপতি। এই রাশির জাতকরা গবেষণার কাজে অগ্রগতি পাবেন। তবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে।
বৃষ রাশি (Taurus) - বৃষ রাশির জাতকদের জন্য সূর্য সপ্তম ও চতুর্থ ঘরের অধিপতি। যাঁরা ব্যবসা করছেন তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। তবে সম্পর্কের ক্ষেত্রেও উত্থান-পতন থাকতে পারে। স্বাস্থ্যেরও যত্ন নিন।
মিথুন রাশি (Gemini) - এই রাশির জাতকদের জন্য তৃতীয় ও ষষ্ঠ ঘরের অধিপতি সূর্য। যাঁরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা সাফল্য পেতে পারেন। যাঁরা MNC-তে কাজ করেন তাঁরাও সুবিধা পাবেন।
মকর রাশি (Capricorn) - এই রাশির জাতকদের সম্পদ বৃদ্ধি পাবে। এছাড়াও কর্মজীবন ও ব্যবসাতেও সুবিধা পেতে পারেন। এছাড়া এই রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনের জন্যও এটি ভাল সময় হয়ে উঠতে পারে।
বৃশ্চিক রাশি (Scorpio) - এই রাশির জাতকদের জন্য সূর্য দশম ঘরের অধিপতি। যাঁরা ব্যবসা করছেন তাঁদের লাভ হবে। এছাড়া মানুষের মধ্যে সম্মানও বৃদ্ধি পাবে।
তুলা রাশি (Libra) - তুলা রাশির জাতকদের জন্য সূর্য দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি। আর্থিক সুবিধা পেতে পারেন। এছাড়া সঞ্চয়ও ভাল হবে।
আরও পড়ুন - ৬ দিন পর সূর্যের গোচর, ৪ রাশির আসতে পারে ফাটাফাটি সময়