Shani Wrath Free Zodiacs: সূর্যের অবস্থান বদলে শনির কোপ থেকে মুক্তি ৪ রাশির, ১৪ এপ্রিল পর্যন্ত সুসময়

সূর্য-শনির অশুভ যোগ শেষ- বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনও রাশিতে সূর্য এবং শনির মিলন অশুভ বলে মনে করা হয়। কুম্ভ রাশিতে সূর্য-শনি থাকার কারণে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা সমস্যায় ছিলেন। তা শেষ হয়েছে। এবার তাঁরা শুভ ফল পাবেন। পরিজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আসবে। গতি আসবে আটকে থাকা কাজে। 

Advertisement
সূর্যের অবস্থান বদলে শনির কোপ থেকে মুক্তি ৪ রাশির, ১৪ এপ্রিল পর্যন্ত সুসময় Surya Gochar Rashifal সূর্য গোচর রাশিফল।
হাইলাইটস
  • ১৫ মার্চ সূর্যের গোচর।
  • শনির রোষ থেকে মুক্ত ৪ রাশি।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য প্রতি মাসে রাশি বদল করে। যা সংক্রান্তি নামে পরিচিত। ১৫ মার্চ, বুধবার রাশি বদল করেছেন সূর্যদেব। কুম্ভ রাশির থেকে মীন রাশিতে প্রবেশ করেছেন। ১৪ এপ্রিল পর্যন্ত থাকবেন মীন রাশিতে। সূর্য বন্ধু বৃহস্পতির রাশিতে প্রবেশ করেছেন। এর আগে সূর্য প্রায় ২ মাস পুত্র শনির রাশি মকর ও কুম্ভে ছিলেন। সূর্য এবং শনির মধ্যে শত্রুতা রয়েছে। কুম্ভ রাশিতে সূর্যের গমনে তৈরি হয়েছিল অশুভ যোগ। বৃহস্পতির রাশিতে সূর্যের গমনের কারণে মল মাসও শুরু হয়ে গিয়েছে। বিবাহ, শুভ অনুষ্ঠানে এ মাসে করা যায় না। তবে সূর্য বৃহস্পতি রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে কয়েকটি রাশির ফাঁড়া কেটেছে। 

সূর্য-শনির অশুভ যোগ শেষ- বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনও রাশিতে সূর্য এবং শনির মিলন অশুভ বলে মনে করা হয়। কুম্ভ রাশিতে সূর্য-শনি থাকার কারণে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা সমস্যায় ছিলেন। তা শেষ হয়েছে। এবার তাঁরা শুভ ফল পাবেন। পরিজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আসবে। গতি আসবে আটকে থাকা কাজে। 

সূর্যের রাশি পরিবর্তন এই ৪টি রাশির জন্য শুভ

বৃষ- বৃষ রাশির জাতক-জাতিকাদের সুসময় শুরু হয়েছে। তাঁরা পাবেন ভাগ্যের সঙ্গ। খারাপ সময় কেটে গিয়েছে। চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ। 

মিথুন-আবার শুভ দিন শুরু হয়ে গিয়েছে। চাকুরি ও ব্যবসায় আগামী এক মাস দারুণ সময় পাবেন। খারাপ সময় আর নেই। ভাগ্য সহায় থাকবে আপনার। 

তুলা- খারাপ সময় চলছিল। বাধা কেটে গিয়েছে। এবার কাজে সাফল্য পাবেন। আপনার উপরে থাকবে সূর্যের কৃপা। চাকরি ও ব্যবসায় আপনি লাভের মুখ দেখবেন। 

আরও পড়ুন- এপ্রিলে রাহুর দৃষ্টি ১২ রাশিতে, আগামী ৬ মাস কার কী বিপদের আশঙ্কা?
 
মকর- আগামী দিনে সৌভাগ্য লাভ করবেন।  প্রতিটি কাজেই সাফল্য পাবেন। আর্থিক লাভের সুযোগ বাড়বে। বাড়তি আয় করবেন। সমাজে সম্মান ও খ্যাতি বাড়বে।

Advertisement

এই ৪ রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে

মীন রাশিতে সূর্যের আগমনের কারণে নির্দিষ্ট রাশির লোকদের সমস্যা বাড়তে পারে। মেষ, সিংহ, কুম্ভ ও মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এক মাস ভালো যাবে না। পারস্পরিক বিবাদ বাড়তে পারে। কাজে বাধা আসবে। ব্যয় বাড়বে এবং আপনি কঠোর পরিশ্রমের ফল যেমন হওয়া উচিত তেমন পাবেন না। অর্থহানি হওয়ার সম্ভাবনা বেশি। স্বাস্থ্যের অবনতির যোগ।

POST A COMMENT
Advertisement