Surya Grahan And Chandra Grahan Bad Impact: অক্টোবরে জোড়া গ্রহণে সঙ্কটে ৪ রাশি, অর্থহানি-বাধার যোগ

অক্টোবরের শুরুতে সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ পূর্ণিমার ১৫ দিন পর। ৩০ অক্টোবর চন্দ্রগ্রহণ হচ্ছে। রাহুও এই দিনে রাশি পরিবর্তন করছে।

Advertisement
অক্টোবরে জোড়া গ্রহণে সঙ্কটে ৪ রাশি, অর্থহানি-বাধার যোগSurya Chandra Grahan Rashifal
হাইলাইটস
  • অক্টোবরের শুরুতে সূর্যগ্রহণ।
  • চন্দ্রগ্রহণ পূর্ণিমার ১৫ দিন পর।

সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দুটোই ঘটতে চলেছে অক্টোবরে। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের প্রভাব পড়ে ১২ রাশির উপরেই। গ্রহণের পর বিভিন্ন রাশির কী প্রভাব পড়বে তা জানা জরুরি।। সূর্যগ্রহণ ঘটতে চলেছে পিতৃপক্ষ অমাবস্যায়। এবারের সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। তবে এই গ্রহণটি ৪ রাশির জাতক-জাতিকাদের প্রভাবিত করবে। এই গ্রহণের সময়কাল ভারতে অশুভ হয় না। আসলে সূর্যগ্রহণ যেখানে দেখা যায় না, সেখানে অশুভ সময় থাকে না। তবে চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে। অশুভ সময়ও প্রযোজ্য হয় না। পূর্ণিমার ১৫ দিন পর এই গ্রহণ হবে। ৩০ অক্টোবর চন্দ্রগ্রহণ হচ্ছে। রাহুও এই দিনে রাশি পরিবর্তন করছে। চলুন জেনে নেওয়া যাক, কোন চার রাশিকে প্রভাবিত করবে এই গ্রহণ-

মেষ- মেষ রাশির জাতক-জাতিকারা এই গ্রহণ থেকে খুব একটা সুবিধা পাবেন না। এই সময়টা আপনার জন্য খারাপ মুহূর্ত নিয়ে আসবে। আপনার জীবনে আসবে নানা সমস্যা। এই রাশির জাতক-জাতিকারা পেশা এবং ব্যবসার ক্ষেত্রে চাপের সম্মুখীন হতে পারেন। মাথাব্যথা এবং মানসিক চাপের সমস্যা হতে পারে।

কন্যা- এই রাশির জাতক-জাতিকাদের অর্থের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনার আর্থিক সমস্যা থাকবে। গ্রহণ আপনার জন্য শুভ হবে না। আপনি নানা বিপত্তির মুখে পড়বেন। 

ধনু- এই রাশির জাতক-জাতিকাদের অর্থের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অক্টোবরে রাহুর রাশি পরিবর্তন আপনার জন্য নানা সমস্যা নিয়ে আসবে। মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন আপনি। 

কুম্ভ- এই রাশির জাতক-জাতিকারা অর্থের সমস্যায় ভুগবেন। আপনার জীবনে আসবে সমস্যা। মানসিকভাবে আপনি অস্থির থাকবেন। এই সময়টা তাই সতর্ক থাকুন। 

POST A COMMENT
Advertisement