সূর্য মঙ্গল যুতি১৬ ডিসেম্বর ধনু রাশিতে সূর্য এবং মঙ্গল প্রবেশ করবে। যার ফলে তৈরি হবে মঙ্গল যুতি। এক্ষেত্রে সূর্য এবং মঙ্গলের যুতিতে তৈরি হয় মঙ্গলাদিত্য রাজযোগ। আর জ্যোতিষ মতে, এটা খুবই শুভ। ১৪ জানুয়ারি পর্যন্ত এই রাজযোগ থাকবে।
১৪ জানুয়ারিতে মকর রাশিতে গোচর করার পর এই যুতি শেষ হবে। কিন্তু কিছু দিন পর মঙ্গল গোচর করে মকর রাশিতে আসবে। যার ফলে সূর্য এবং মঙ্গলের যুতি আবার তৈরি হবে। তৈরি হবে নতুন যোগ। যার ফলে নতুন বছরের শুরুতেই ৪ রাশির দারুণ লাভ হবে। তারা কেরিয়ারে এগিয়ে যাবেন। হাতে আসবে ধনসম্পত্তি। তাই জেনে নিন মঙ্গলাদিত্য যোগে কাদের লাভ হবে।
মেষ রাশি
এই সময়টা দারুণ যাবে মেষ রাশির। এই রাশির জাতকদের জন্য সময়টা সব দিক থেকেই ভাল কাটবে। আসলে মেষ রাশির অধিপতি হল মঙ্গল। আর সূর্যের সঙ্গে যুতি তৈরি করার জন্য মেষ রাশির এই সময়টা খুবই ভাল যাবে। আপনারা কেরিয়ারে উন্নতি করতে পারেন। শুধু তাই নয়, হাতে আসবে ধন। পাশাপাশি এতদিনের পরিশ্রমের ফল পাবেন।
সিংহ রাশি
এই যুতির ফলে সিংহ রাশির ভাল কাটবে। আসলে সিংহ রাশির অধিপতি হলেন সূর্য। আর সূর্য মঙ্গলের সঙ্গে মিলে যে যোগ তৈরি করছে, তাতে লাভ হবে আপনাদের। কোনও আটকে থাকা কাজ হয়ে যাবে। ঘরে থাকবে সুখ এবং শান্তি। এমনকী মান সম্মানও বাড়বে। সফলতা আপনার কাছে চলে আসবে।
ধনু রাশি
এই সময়টা খুব ভাল যাবে ধনু রাশিরও। আপনারা জীবনে উন্নতি করবেন। প্রোমোশন হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। চাইলে এই সময় ঝুঁকিও নিতে পারেন। নতুন বিনিয়োগকারীদের জন্য সময়টা ভাল যাবে। তাই ধনু রাশির মানুষজন এই সময়টাকে কাজে লাগান।
মকর রাশি
এই যোগের কারণে মকর রাশির জাতকেরাও লাভ পাবেন। অপ্রত্যাশিতভাবে ধনলাভ করতে পারেন। শুধু তাই নয়, নিজের লক্ষ্য খুঁজেও পেতে পারেন এই সময়। পাশাপাশি বাড়বে সাহস। আপনার পজিটিভ মানসিকতার কারণে জীবনে উন্নতি করতে পারবেন। তাই চিন্তার কিছুই নেই। বরং সময়টাকে কাজে লাগান।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।