Surya Rashi Luck 2025: ১৬ ডিসেম্বর সূর্য ঢুকছে ধনু রাশিতে, ভাগ্যচক্র ঘুরবে ৫ রাশির, ভাল না খারাপ?

Surya Rashi Luck 2025: জ্যোতিষবিদদের মতে, ধনু রাশিতে সূর্যের গমন পাঁচটি রাশির জন্য খুলে দিতে পারে সফলতার দরজা। কেরিয়ার, ব্যবসা, অর্থলাভ, এমনকি পরিবার-সম্পর্ক, সব ক্ষেত্রেই সুযোগের নতুন সম্ভাবনা তৈরি হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে।

Advertisement
১৬ ডিসেম্বর সূর্য ঢুকছে ধনু রাশিতে, ভাগ্যচক্র ঘুরবে ৫ রাশির, ভাল না খারাপ?

Surya Rashi Luck 2025: ডিসেম্বরের মাঝামাঝি আরেক বড় রাশিচক্র পরিবর্তনের সময়। ১৬ ডিসেম্বর সূর্য ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। বছরের শেষ সূর্য সংক্রমণ হওয়ায় এর প্রভাবও থাকছে বিশেষ। জ্যোতিষবিদদের মতে, ধনু রাশিতে সূর্যের গমন পাঁচটি রাশির জন্য খুলে দিতে পারে সফলতার দরজা। কেরিয়ার, ব্যবসা, অর্থলাভ, এমনকি পরিবার-সম্পর্ক, সব ক্ষেত্রেই সুযোগের নতুন সম্ভাবনা তৈরি হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে।

মেষ (Aries) 
মকর সংক্রান্তির আগে এই সময়টা মেষ রাশির জাতকদের জন্য আর্থিকভাবে অত্যন্ত শুভ। হঠাৎ অর্থলাভ, পুরনো পাওনা ফেরত আসা বা নতুন ইনকামের পথ খুলে যেতে পারে। সম্পত্তি কেনাবেচার ব্যাপারেও মিলবে শুভফল, যারা দীর্ঘদিন কোনও প্রপার্টি বিক্রি করার চেষ্টা করছেন, তারা অবশেষে সাফল্য পেতে পারেন।
তবে ভাই-বোনের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে কিছুটা উদ্যোগ দেখানোর প্রয়োজন হবে।

সিংহ (Leo)
সূর্য যখন আগুন তত্ত্বের রাশিতে অবস্থান করে, সিংহ জাতকদের শক্তি ও আত্মবিশ্বাস বেড়ে যায়।
এই সময়ে ব্যবসায় লাভ, নতুন চুক্তি বা বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা প্রবল। অফিসে দলগত ভাবে কাজ করলে সুবিধা মিলবে, শুধু নিজের স্বার্থ দেখলে পরিস্থিতি বিপর্যস্ত হতে পারে। পারিবারিক সম্পর্কে মধুরতা ফিরবে এবং সমাজে সম্মানও বাড়বে।

তুলা (Libra)
ব্যবসায়ী তুলা জাতকদের জন্য এটি অত্যন্ত ইতিবাচক সময়। কাজের দক্ষতা বাড়বে, প্রভাবশালী মানুষের সহযোগিতা মিলতে পারে। যারা কঠোর পরিশ্রম করছেন, তাদের জন্য আছে শুভ সংবাদ, নতুন সুযোগ বা কাজের স্বীকৃতি মিলবে। দাম্পত্য সম্পর্কে দূরত্ব কমে গিয়ে বাড়বে বোঝাপড়া ও মধুরতা।

ধনু (Sagittarius)
ধনু রাশির জন্য এটি সবচেয়ে শক্তিশালী সময়। সূর্য নিজের রাশিতে এলে আয়বৃদ্ধি, নতুন সুযোগ এবং আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার যোগ তৈরি হয়। খরচ কমে যাবে, অর্থসঞ্চয় সম্ভব হবে। তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে, অতিরিক্ত কাজের চাপ শরীরে প্রভাব ফেলতে পারে। পরিবারের মানুষজন থেকে প্রতিটি কাজে পাবেন সহযোগিতা।

মকর (Capricorn)
অফিসে মকর জাতকদের পরিশ্রম নজরে পড়বে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশংসা করবে। পদোন্নতির পথ আরও সুগম হতে পারে। যদিও ব্যয়ও বাড়বে। তাই সঞ্চয় ও ব্যাংক-ব্যালেন্স সামঞ্জস্য রেখে চলতে হবে। শিশুর ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুন বিনিয়োগ করার পরিকল্পনাও করতে পারেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement