২০২৬-এর শুরুতেই তৈরি হচ্ছে শুভ পঞ্চাঙ্ক যোগ, ৩ রাশির সুসময় শুরু

গ্রহরাজ সূর্য (পিতা ও কর্তৃত্বের প্রতীক) এবং কর্মফলদাতা শনি (বিচারকের ভূমিকা) এই পিতা-পুত্র জুটিকে বৈদিক জ্যোতিষে সাধারণত বিপরীতধর্মী ধরা হয়। তবে এই সময় তাদের সংযোগে গঠিত হচ্ছে বিশেষ পঞ্চাঙ্ক যোগ, যা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে।

Advertisement
২০২৬-এর শুরুতেই তৈরি হচ্ছে শুভ পঞ্চাঙ্ক যোগ, ৩ রাশির সুসময় শুরু

২০২৬ সালের জানুয়ারির শুরুতেই তৈরি হতে চলেছে এক বিরল জ্যোতিষীয় সংযোগ, সূর্য ও শনির যুগলবন্দি। গ্রহরাজ সূর্য (পিতা ও কর্তৃত্বের প্রতীক) এবং কর্মফলদাতা শনি (বিচারকের ভূমিকা) এই পিতা-পুত্র জুটিকে বৈদিক জ্যোতিষে সাধারণত বিপরীতধর্মী ধরা হয়। তবে এই সময় তাদের সংযোগে গঠিত হচ্ছে বিশেষ পঞ্চাঙ্ক যোগ, যা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে।

কেন এই যোগ বিশেষ?
জ্যোতিষ মতে, জানুয়ারি ২০২৬-এ সূর্য থাকবে ধনু রাশিতে এবং শনি অবস্থান করবে মীন রাশিতে। দু’টি রাশিই বৃহস্পতির অধীন হওয়ায় গুরুদেবের দৃষ্টি এই যুগলের উপর পড়ে পঞ্চাঙ্ক যোগ তৈরি করছে। এই যোগ ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র ও বৈশ্বিক ঘটনাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মত জ্যোতিষীদের।

কন্যা রাশি
এই যোগে কন্যা রাশির চাকরিজীবীদের কাজে দায়িত্ব বাড়বে ঠিকই, তবে সঙ্গে মিলবে ঊর্ধ্বতনদের আস্থা ও সম্মান। যারা কাজ বদল করতে চাইছেন, তাঁদের জন্য সঠিক সময়ে সুযোগ আসতে পারে। অর্থনৈতিক দিকেও স্বস্তি।বাড়ির খরচে স্থিরতা আসবে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগ রয়েছে।

ধনু রাশি
নতুন বছরে ধনু রাশির জাতকদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলা বাড়বে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক পথ বেছে নেওয়া সহজ হবে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়া বা নতুন আয়ের রাস্তা খুলতে পারে। পরিবারে মতামতের গুরুত্ব বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনাও জোরালো, স্বাস্থ্যের দিকেও তেমন সমস্যা নেই।

মীন রাশি
মীন রাশির জাতকদের জীবনে ধীরে ধীরে স্থিতি আসবে। পরিশ্রমের পূর্ণ ফল মিলতে শুরু করবে, আর্থিক অবস্থাও মজবুত হবে। ব্যবসায়ীদের জন্য নতুন লাভজনক চুক্তি বা অংশীদারির সুযোগ রয়েছে। পরিকল্পনা মাফিক কাজ ও মনোযোগ বজায় রাখতে পারলে দীর্ঘমেয়াদি সাফল্য মিলবে।

 

POST A COMMENT
Advertisement