১৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৯টা ৫৭ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন সূর্যদেব। এই রাশিতে সূর্যের অবস্থান মধ্যম বলে ধরা হয়। কুম্ভে সূর্য থাকবেন শনির সঙ্গে। ৩০ বছর পর শনি ও সূর্যের মিলন ঘটতে চলেছে। যাঁদের রাশিতে সূর্যের অবস্থান ভালো নয় তাঁদের খুব সাবধানে থাকতে হবে। কারণ জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সূর্য ও শনি পিতাপুত্র হলেও তাঁরা পরস্পরের শত্রু। তবে এই যোগে একাধিক রাশির সৌভাগ্য ও সমৃদ্ধির যোগও রয়েছে। কুম্ভ রাশিতে থাকবেন শনিদেব। সোমবার ওই রাশিতে প্রবেশ করছেন সূর্য। থাকবেন আগামী ১৫ মার্চ সকাল ৬টা ১৩ মিনিট। ততদিন এই প্রভাব থাকবে সমস্ত রাশির উপরে।
সূর্য ও শনির কারণে সোমবার থেকে যে যে রাশিগুলি সমস্যায় পড়তে চলেছেন-
কর্কট- সূর্য ও শনির যোগ কর্কট রাশির সমস্যা বাড়িয়ে দিতে পারে। এই দুই গ্রহের মিলন ধনসম্পদে প্রভাব ফেলবে। অর্থহানির যোগ। চোট-আঘাতের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কথাবার্তায় সংযম রাখুন। অর্থ লেনদেনে সতর্কতা অবলম্বন করা উচিত। অযথা কারও সঙ্গে তর্ক করবেন না।
বৃশ্চিক- দুই শত্রু গ্রহের একসঙ্গে উপস্থিতি বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য অশুভ হতে চলেছে। এই সময়ে পরিজনদের স্বাস্থ্যের যত্ন নিন। শনির সাড়ে সাতি চলছে এই রাশির জাতক-জাতিকাদের। নানা কারণে মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায় অবনতির যোগ। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত সাবধানে নিন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ঝামেলা হতে পারে।
কুম্ভ- ১৭ জানুয়ারি কুম্ভে প্রবেশ করেছেন সূর্যদেব। ১৩ ফেব্রুয়ারি, সোমবার কুম্ভে প্রবেশ করছেন সূর্যও। এই সময়ে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বিবিধ সমস্যা দেখা দিতে পারে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। যাঁরা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন,তাঁদের এই সময়ে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের সবচেয়ে বেশি যত্ন নিন। দাম্পত্য জীবনে ঝামেলা বাড়তে পারে। অর্থহানির যোগ। রাস্তায় সাবধানে চলাফেরা করুন।
কন্যা- সূর্য-শনির যুতি আপনার জন্য অশুভ হতে চলেছে। আপনি নানা সমস্যার সম্মুখীন হবেন। আর্থিক প্রতিকূলতার মুখে পড়তে পারেন। বাড়বে ব্যয়। তাই খরচের উপরে লাগাম টানুন। নিজের কথার উপরে লাগাম টানুন। কারও সঙ্গে অযথা ঝগড়া করবেন না।
সিংহ- সূর্য ও শনির যুতির কারণে আপনার জীবনে তৈরি হবে দাম্পত্য সমস্যা। ফলে এই সময় সতর্ক থাকতে হবে আপনাকে। অযথা কারও সঙ্গে তর্কে জড়াবেন। কথার উপরে রাশ টানুন। এই রাশির জাতক-জাতিকাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। কাউকে বিশ্বাস করবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।
সূর্য ও শনির কারণে একাধিক রাশির উপকারও হতে চলেছে। তাঁদের জীবনে আসতে চলেছে সুখ ও সমৃদ্ধি।
মেষ- শনি এবং সূর্যের সোমবার থেকে একই অবস্থানে থাকার কারণে আপনার জীবনে আসবে সুখের সময়। এই সময়ে বাড়বে আপনার আয়। বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জন করবেন। পুরানো বিনিয়োগ থেকে লাভ করতে পারেন আপনি। এটা বিনিয়োগের জন্য অনুকূল সময়। ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।
তুলা- সূর্য এবং শনির যুতি আপনার জন্য আনবে অনুকূল সময়। এই সময়ে আপনি সন্তানের কাছ থেকে পেতে পারেন সুখবর। আপনার ইচ্ছাপূরণ হবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁরা ভালো কাজের প্রস্তাব পাবেন। এটা বিনিয়োগের আদর্শ সময়। ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগ করলে লাভবান হবেন। আপনার হাতে আসবে অর্থ।
ধনু- সূর্য ও শনির যুতি আপনার জন্য শুভ হবে। বাড়বে সাহস ও আত্মবিশ্বাস। আপনি বেড়াতে গিয়ে লাভবান হবেন। পরিশ্রমের ফল পাবেন। সঙ্গ দেবে ভাগ্য। ধর্মীয় যাত্রা করতে পারেন। পরিজনদের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন আপনি। উন্নতির যোগ চাকরি ও ব্যবসায়।
আরও পড়ুন- মহাশিবরাত্রিতে ৬ রাশির কাটবে শনির দোষ, কেরিয়ারে উন্নতি-অর্থলাভ