জন্মগত লিডার এই রাশির জাতকরা।জন্মছকে রাশি মানুষের স্বভাব, চিন্তাভাবনা, কর্মশক্তি এবং সাফল্যের দিক নির্ধারণ করে বলে মনে করা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে। সবাই সমান প্রতিভাধর হলেও, কে কখন নেতৃত্বের আসনে পৌঁছে যাবেন, তা অনেকটাই নির্ভর করে রাশির গুণাগুণের উপর। এমন তিনটি রাশি রয়েছে যাঁদের জন্মগত নেতৃত্বের ক্ষমতা থাকে। একটু চেষ্টা করলেই এঁরা নেতা, প্রশাসক, মন্ত্রী, ম্যানেজার থেকে শুরু করে বড় প্রতিষ্ঠানের CEO হওয়ার সামর্থ্য রাখেন।
১) সিংহ (Leo)
সিংহ রাশির জাতকেরা স্বভাবতই আত্মবিশ্বাসী। এঁরা ভিড়ের মাঝেও নিজেদের আলাদা করে তুলতে পারেন। নেতৃত্ব দেওয়া, সিদ্ধান্ত নেওয়া এবং দলকে পরিচালনা করার ক্ষমতা স্বাভাবিকভাবেই থাকে এঁদের মধ্যে। নিজেদের লক্ষ্য সম্পর্কে সিংহরা খুবই পরিষ্কার থাকে। তাই অফিসে বা ব্যবসায় দ্রুতই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে যান। সিংহ রাশির জাতকেরা কর্মক্ষেত্রে ‘বর্ণময় ব্যক্তিত্ব’ হিসেবে পরিচিত।
২) মকর (Capricorn)
মকর রাশির মানুষের ধৈর্য এবং পরিশ্রমের জুড়ি মেলা ভার। এঁরা একবার লক্ষ্য স্থির করলে পিছিয়ে যান না। কঠোর পরিশ্রম, পরিকল্পনা এবং ধারাবাহিকতা দিয়ে ধীরে ধীরে বড় সাফল্য অর্জন করেন। অনেক CEO এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এই রাশির হয়ে থাকেন বলেই মনে করা হয়। এঁদের মধ্যে দায়িত্ববোধ অত্যন্ত শক্তিশালী, তাই বড় দায়িত্ব এঁদের উপর নির্ভর করে দেওয়া যায়।
৩) মেষ (Aries)
মেষ রাশির জাতকেরা জন্মগত যোদ্ধা। এঁরা নতুন কিছু শুরু করতে ভালোবাসেন এবং চ্যালেঞ্জকে ভয় পান না। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা এঁদের সাফল্যের চাবিকাঠি। নেতৃত্বের ক্ষেত্রে মেষ রাশির মানুষরা সবসময় প্রথম সারিতে থাকেন। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তিও তাঁদের মধ্যে থাকে।
এই তিন রাশির জাতকদের মধ্যে থাকে আত্মবিশ্বাস, দায়িত্ব নেওয়ার ক্ষমতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান। তাই চেষ্টা করলেই নেতৃত্ব তাঁদের কাছে সহজে ধরা দেয়।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।