Marriage Horoscope 2026: হয় বিয়ে নয় প্রেম! ২০২৬ এ ভাগ্য ঘুরছে এই ৪ রাশির

২০২৬ সাল প্রেম ও সম্পর্কের দিক থেকে কয়েকটি রাশির জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে। নতুন বছরেই হয় তো কারও নতুন প্রেম শুরু হবে। আবার কারও বিয়েও হতে পারে।

Advertisement
হয় বিয়ে নয় প্রেম! ২০২৬ এ ভাগ্য ঘুরছে এই ৪ রাশির২০২৬ সালে বিবাহ যোগ প্রবল এই ৪ রাশির।
হাইলাইটস
  • ২০২৬ সাল প্রেম ও সম্পর্কের দিক থেকে কয়েকটি রাশির জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে।
  • নতুন বছরেই হয় তো কারও নতুন প্রেম শুরু হবে।
  • চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে বাজতে পারে বিয়ের সানাই।

২০২৬ সাল প্রেম ও সম্পর্কের দিক থেকে কয়েকটি রাশির জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে। নতুন বছরেই হয় তো কারও নতুন প্রেম শুরু হবে। আবার কারও বিয়েও হতে পারে। জ্যোতিষ বিশ্লেষণ অনুযায়ী, নতুন বছরে গ্রহ-নক্ষত্রের অবস্থান এমন ভাবে বদলাবে যে চার রাশির জাতকদের জীবনে প্রেম ও বিয়ের সম্ভাবনা প্রবল। চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে বাজতে পারে বিয়ের সানাই।

১. বৃষ রাশি (Taurus)
২০২৬ সাল বৃষ রাশির জন্য প্রেমের রঙে রাঙানো হতে পারে। শুক্রগ্রহের অনুকূল অবস্থানের কারণে দীর্ঘদিনের সম্পর্ক এবার বিয়ের ছাদনাতলায় পৌঁছতে পারে। যারা এখনও অবিবাহিত, তাঁদের জীবনে নতুন কারও আগমন ঘটবে। আর সেটাও হবে বছরের মধ্যভাগে। বিশেষত এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বৃষ জাতক জাতিকাদের প্রেমভাগ্যে স্থিতিশীলতা আসবে।

২. কর্কট রাশি (Cancer)
এই বছরে কর্কট রাশির জাতকদের জন্য শুভ সময় আসছে। চন্দ্রের প্রভাব প্রেমে গভীরতা ও মানসিক সংযোগ বাড়াবে। অনেকের ক্ষেত্রে পুরনো সম্পর্ক নতুন করে জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের ক্ষেত্রে ২০২৬ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে বিয়ের পাকা দেখা হতে পারে।

৩. তুলা রাশি (Libra)
তুলা রাশির জীবনে ২০২৬ সাল নতুন দিগন্ত খুলে দিতে পারে। প্রেমে সফলতা আসবে বছরের প্রথম দিকেই। যাঁরা প্রেম করছেন, তাঁদের মধ্যে অনেকে পরিবারের সম্মতিতে বিয়ে করবেন। শুক্র ও বৃহস্পতির যুগল প্রভাব তুলা রাশির জাতকদের জন্য প্রেম ও বিয়ের যোগ তৈরি করছে। ফেব্রুয়ারি, মার্চ ও মে মাস হবে সবচেয়ে শুভ সময়।

৪. মীন রাশি (Pisces)
মীন রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৬ সাল হবে রোমান্টিক ও আনন্দে ভরপুর। যাঁরা জীবনে একাকিত্ব অনুভব করছেন, তাঁদের জীবনে নতুন সম্পর্ক আসবে। জ্যোতিষ মতে, এই বছরে যাঁদের জন্ম ৮, ১৭ বা ২৬ তারিখে, তাঁদের বিয়ের সম্ভাবনা বেশি। জুন ও ডিসেম্বর মাসে মীনের জীবনে বিয়ের বিশেষ যোগ তৈরি হবে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement

POST A COMMENT
Advertisement