Best Sister Zodiac: ভাই বা দাদাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, বোন হিসাবে সেরা এই ৫ রাশি

Best Sister Zodiac: দিদি বা বোন যাদের থাকে, তারাই জানে যে দিদি বা বোন থাকা জীবনের অন্যতম একটা বড় উপহার। দিদি বা বোনকে ঈশ্বরের আশীর্বাদ বলেও মনে করা হয়। বোন হল জীবনের অন্যতম সেরা সাপোর্ট সিস্টেম। হাজার দুঃখ কষ্টের মধ্যেও, যত বিপদই আসুক, একজন বোন কখনোই তার সহোদর বা সহোদরাকে ছেড়ে যায় না।

Advertisement
ভাই বা দাদাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, বোন হিসাবে সেরা এই ৫ রাশিএই ৫ রাশি হন সেরা বোন
হাইলাইটস
  • দিদি বা বোন যাদের থাকে, তারাই জানে যে দিদি বা বোন থাকা জীবনের অন্যতম একটা বড় উপহার।

দিদি বা বোন যাদের থাকে, তারাই জানে যে দিদি বা বোন থাকা জীবনের অন্যতম একটা বড় উপহার। দিদি বা বোনকে ঈশ্বরের আশীর্বাদ বলেও মনে করা হয়। বোন হল জীবনের অন্যতম সেরা সাপোর্ট সিস্টেম। হাজার দুঃখ কষ্টের মধ্যেও, যত বিপদই আসুক, একজন বোন কখনোই তার সহোদর বা সহোদরাকে ছেড়ে যায় না। এই সম্পর্কের মধ্যে যেমন খুনসুটি থাকে, তেমনই থাকে হৃদয়ের টান। জীবনের কঠিন দিনে বোনের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। সামনেই ভাইফোঁটা, আর জেনে নিন বোন বা দিদি হিসাবে কোন কোন রাশি সবচেয়ে সেরা। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা বোন হিসেবে সবথেকে সেরা। এরা যেমন মজা করতে পারেন, তেমনই আনন্দ করে বাঁচতে ভালোবাসেন। যে কোনও সমস্যা এরা মন দিয়ে শোনেন এবং জীবনের কঠিন সময়ে গুরুত্বপূর্ণ উপদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে এদের মধ্যে। জীবনে যতই কঠিন সময় আসুক, মিথুন রাশির জাতক বোনেরা আপনার পাশে থাকবে এবং আপনাকে বুঝিয়ে দেবে যে পাশে কেউ না থাকলেও তাঁরা অবশ্যই আপনার পাশে থাকবেন।

কর্কট রাশি
যদি আপনার কর্কট রাশির জাতক বোন থাকে, তাহলে আপনি অবশ্যই ভাগ্যবান। এই রাশির জাতিকারা প্যাম্পার করতে পছন্দ করেন। তাই আপনার বোন কর্কট রাশির জাতক হলে আপনি প্রচুর আদর ও আবদার পাবেন। আপনার সহোদরা আপনার ছোট হোন বা বড় আপনি তাঁর কাছ থেকে প্রচুর স্নেহ পাবেন। তাঁর জন্য আপনার কখনোই নিজেকে জীবনে বঞ্চিত মনে হবে না।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের মনে ভারসাম্য বজায় থাকে। কঠিন সময়ে এরা নিজেদের ভাই বা বোনের প্রচুর সাহায্য করেন। বিপদে এরা সব সময় পাশে থাকার বার্তা দেন। তবে কখনও তুলা রাশির জাতকদের ভাই বা বোন যদি কোনও অন্যায় করে থাকেন, এরা সেই অপরাধ ঢাকার চেষ্টা মোটেও করেন না। বরং সহোদরকে তাঁর দোষ উপলব্ধি করানোর চেষ্টা করেন।

Advertisement

ধনু রাশি
ধনু রাশির জাতকেরা অ্যাডভেঞ্চার প্রিয় এবং প্রচুর মজা করতে ভালোবাসেন। আপনার যদি কখনোও মন খারাপ লাগে, বা একঘেয়ে বোধ করেন, তাহলে আপনার বোন ধনু রাশির হলে আপনার চিন্তার কিছু নেই। আপনার বোনই আপনার মন ভালো করে দেবেন। ধনু রাশির জাতকেরা কাউকে মন খারাপ করে থাকতে দেন না। এরা নিজেরাও পুরনো দিনের কথা ভেবে মন খারাপ করেন না। ভাই বা বোনের সব সময় এরা খেয়াল রাখেন।

কুম্ভ রাশি
আপনার বোন কি কুম্ভ রাশির জাতক? তাহলে আপনি নিশ্চয় তাঁর সঙ্গে সব কথা শেয়ার করেন? আপনার গোপন কথা যাতে গোপনই থাকে, তার জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য হলেন কুম্ভ রাশির জাতকরা। এদের সব সময় বিশ্বাস করা যায়। যে কোনও প্রয়োজনে এদের আপনি নিজের পাশে পাবেন। তবে কুম্ভ রাশির জাতক বোনের সঙ্গে কথা কাটাকাটি হলে এরা কিন্তু আপনার মুখের ওপর সত্যি কথা শুনিয়ে দিতে ছাড়বেন না।

POST A COMMENT
Advertisement