Cardamom Totka: সুন্দরী স্ত্রী পেতে চান? করুন এলাচের এই সহজ টোটকা

Cardamom Totka: রোজের রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলার অন্যতম এলাচ। এটি যে শুধুমাত্র রান্নায় স্বাদ আনে, তা নয়। এলাচ পুজোর সময়ে ভগবানের উদ্দেশ্যেও নিবেদন করা হয়। এ ছাড়া, জ্যোতিষশাস্ত্র মেনে এলাচ দিয়ে কিছু টোটকা করলে, দৈনন্দিন জীবনে নানা সমস্যার সমাধান পাওয়া যাবে।

Advertisement
সুন্দরী স্ত্রী পেতে চান? করুন এলাচের এই সহজ টোটকাএলাচের টোটকা করুন বিয়ের জন্য
হাইলাইটস
  • রোজের রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলার অন্যতম এলাচ। এটি যে শুধুমাত্র রান্নায় স্বাদ আনে, তা নয়। এলাচ পুজোর সময়ে ভগবানের উদ্দেশ্যেও নিবেদন করা হয়।

রোজের রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলার অন্যতম এলাচ। এটি যে শুধুমাত্র রান্নায় স্বাদ আনে, তা নয়। এলাচ পুজোর সময়ে ভগবানের উদ্দেশ্যেও নিবেদন করা হয়। এ ছাড়া, জ্যোতিষশাস্ত্র মেনে এলাচ দিয়ে কিছু টোটকা করলে, দৈনন্দিন জীবনে নানা সমস্যার সমাধান পাওয়া যাবে।

আর্থিক সঙ্কট কাটাতে
মা লক্ষ্মীর পায়ে শুক্রবার করে ৫ থেকে ৭টি এলাচ অর্পণ করুন। এরপর এটা পার্সে রেখে দিন সুরক্ষিতভাবে। এটি আপনার আর্থিক সঙ্কট দূর করবে, আপনার জীবনে সৌভাগ্যকে নিয়ে আসবে। 

নেতিবাচকতা দূর করতে
যদি মনে সবসময় নেতিবাচক চিন্তা আসে এবং রাতে খারাপ স্বপ্ন দেখেন, তবে প্রতি শনিবার কিছু এলাচ নিজের বালিশের নীচে রেখে দিন। পরেরদিন সকালে সেটা কোনও অভাবী ব্যক্তিকে দান করুন। আপনার জীবনের নেতিবাচকতা দূর হবে।

সাক্ষাৎকারে যাওয়ার আগে
কোনও চাকরির সাক্ষাৎকারে অথবা কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে অবশ্যই এলাচ মুখে দিন। কাজে সফলতা পাবেনই। 

শত্রু বন্ধুতে পরিণত হবে
যদি আপনি কারোর সঙ্গে শত্রুতা ভুলে মিত্র হতে চান, তবে এলাচের চেয়ে ভালো টোটকা আর কিছুই নেই। তাই সেরকম কাউকে আপনি এলাচ দিন, সে নিমিষে আপনার বন্ধু হয়ে যাবে। শত্রুতা ভুলে যাবে। 

সুন্দর স্ত্রী লাভের জন্য
সুন্দর স্ত্রী পাওয়ার জন্যও এলাচের উপায় করতে পারেন। বৃহস্পতিবার সকালে পাঁচটি এলাচ ও হলুদ কাপড় কোনও দরিদ্রকে দান করুন। অন্তত পাঁচটি বৃহস্পতিবার এই উপায় করুন। লাভ হবে। 

বেতন বৃদ্ধি ও পদোন্নতির জন্য
পছন্দমতো বেতন বা পদোন্নতি না-পেলে, একটি সবুজ কাপড়ে এলাচ বেঁধে বালিশের তলায় রেখে ঘুমান। সকালে কোনও বহিরাগত ব্যক্তিকে সেটি দিয়ে দিন। 

   

POST A COMMENT
Advertisement