Durgapuja 2023 Shardiya Durga Puja Rashifal: দুর্গাপুজোয় বিরল যোগ ৩০ বছর পর ৪ রাশির ব্যাপক ফায়দা

Shardiya Navratri 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) দুর্গাপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। দুর্গাপুজোর সময় গঠিত হচ্ছে বিরল যোগ। আর এই যোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর। আর্থিক দিকে তারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। দুমাস তাঁদের জীবনে সাফল্য লেগে থাকবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। এই সময় দেবী দুর্গার ন'দিন বিশেষ পুজোর আয়োজন করেন তাঁর ভক্তরা, তাই এই দিনগুলি খুব বিশেষ সকলের কাছে।

Advertisement
দুর্গাপুজোয় বিরল যোগ ৩০ বছর পর ৪ রাশির ব্যাপক ফায়দাদুর্গাপুজোয় বিরল যোগ ৩০ বছর পর ৪ রাশির ব্যাপক ফায়দা
হাইলাইটস
  • দুর্গাপুজোয় বিরল যোগ
  • ৩০ বছর পর ৪ রাশির ব্যাপক ফায়দা

Durga Puja 2023 Shardiya Navratri Rashifal: আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শারদীয়া নবরাত্রি শুরু হয়। এই বছর নবরাত্রি ১৫ অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর ২০২৩-এ শেষ হবে। এ বছর নয় দিন চলবে নবরাত্রি। এই বছরের নবরাত্রি খুবই বিশেষ, কারণ এই সময়ে অনেক রাজযোগ তৈরি হচ্ছে। ৩০ বছর পর, শনি নিজের রাশি কুম্ভ রাশিতে পাড়ি দিয়ে শশ রাজযোগ গঠন করছে। বুধ ও সূর্য কন্যা রাশিতে একত্রে বুধাদিত্য যোগ তৈরি করছে। এর সঙ্গে বুধ গ্রহ তার নিজস্ব রাশিতে গোচর করে ভদ্র রাজযোগ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে শারদীয়া নবরাত্রি বা দুর্গাপুজোর প্রথমা থেকে নবমী পর্যন্ত ৪টি রাশির জাতকদের জন্য খুবই বিশেষ হতে চলেছে। এই রাশির জাতকরা সম্পদ বৃদ্ধির পাশাপাশি সমাজে সম্মান পাবেন।

জ্যোতিষশাস্ত্রে (astrology) দুর্গাপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। দুর্গাপুজোর সময় গঠিত হচ্ছে বিরল যোগ। আর এই যোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর। আর্থিক দিকে তারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। দুমাস তাঁদের জীবনে সাফল্য লেগে থাকবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। এই সময় দেবী দুর্গার ন'দিন বিশেষ পুজোর আয়োজন করেন তাঁর ভক্তরা, তাই এই দিনগুলি খুব বিশেষ সকলের কাছে।

বৃষ (Taurus)

বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টা খুব ভালো যাবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। আপনারা প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। জীবনে সাফল্যের সময় শুরু, তারা যা চাইবেন তাই করতে পারবেন। এই সময় তারা নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত।

কর্কট  (cancer)

কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময়ে বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। আপনাদের যে টাকা বাজারে আটকে ছিল সেই টাকা আপনারা ফেরত পাবেন। শুধু তাই নয়, এসময় নতুন সম্পত্তি কিনতে পারেন। বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। এই সময় পরিবারের সকলের সঙ্গেও খুব ভালোভাবে থাকতে পারবেন আপনি।

Advertisement

তুলা (libra)

রাশি তুলা রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে আপনাদের। সম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এসময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থ প্রাপ্তি হবে। এসময়ে আপনার বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক আরও ভালো থাকবে। পরিবারের সকলের থেকে সব কাজে পূর্ণ সমর্থন পাবেন। আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই মিলবে সফলতা।

মকর (Capricorn)

রাশি মকর রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। এসময় জীবনে যে আপনার ঝামেলা ছিল সেইসব ঝামেলা কেটে যাবে। ব্যবসায় মিলবে অগ্রগতি। শুধু তাই নয় এসময় আপনার মাথা বেশ ঠাণ্ডা থাকবে। তবে আপনি প্রত্যেকটি কাজ ভালোভাবেই করতে পারবেন। জীবনে লেগে থাকবে সফলতাও।

 

POST A COMMENT
Advertisement