জ্যোতিষ মতে, প্রতিটি রাশির মানুষের আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য থাকে। কেউ কেউ লাজুক স্বভাবের, কেউ আবার দুর্দান্ত সাহসী। তবে এমন চারটি রাশি রয়েছে, যাঁরা ভয় কী, সেটাই জানেন না। জীবনে যত বড় বিপদই আসুক, লড়াই চালিয়ে যান। কখনও পিছু হটেন না। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে তাঁরা গ্রহণ করেন মাথা উঁচু করে। এই চার রাশির জাতক-জাতিকারা সত্যিকারের লড়াকু। দেখে নেওয়া যাক, কোন চারটি রাশি সেই তালিকায় রয়েছে।
মেষ রাশি (Aries)
মেষ রাশির জাতক-জাতিকারা চিরকালই সাহসিকতার প্রতীক। রাশিচক্রের প্রথম রাশি হিসাবে এঁদের মধ্যে নেতৃত্ব দেওয়ার স্বভাব থাকে। বিপদের মুখেও ভয় পান না। বরং চ্যালেঞ্জ তাঁদের বেশি আকর্ষণ করে। সমস্যা যত কঠিনই হোক, মেষ রাশির মানুষরা নিজের মতো করে সেই সমস্যা সমাধান করতে জানেন। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাঁদের এক বড় গুণ।
সিংহ রাশি (Leo)
সিংহ রাশির জাতকরা আত্মবিশ্বাসে ভরপুর হন। রাজকীয় মেজাজে থাকেন সর্বদা। যেকোনও ঝুঁকির সামনে দাঁড়াতে পারেন। জীবনে একবার সিদ্ধান্ত নিলে পিছনে ফিরে তাকান না। নিজের স্বপ্ন পূরণের পথে যত বাধাই আসুক, তাঁরা ধৈর্য এবং সাহসের সঙ্গে তা অতিক্রম করেন। তাঁদের ব্যক্তিত্ব এতটাই
দৃঢ় যে আশপাশের মানুষও তাঁদের সাহসে অনুপ্রাণিত হন।
ধনু রাশি (Sagittarius)
ধনু রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা ও দুঃসাহসী হন। জীবনকে উপভোগ করেন পূর্ণ স্বাধীনতায়। তাঁরা নতুন অভিজ্ঞতার জন্য সবসময় প্রস্তুত থাকেন। বিপদে পড়লে ভয় না পেয়ে বরং নতুন কিছু শিখে বেরিয়ে আসেন। মানসিকভাবে অত্যন্ত দৃঢ় হওয়ায়, জীবনের কঠিন মুহূর্তেও মাথা ঠান্ডা রাখতে পারেন।
কুম্ভ রাশি (Aquarius)
কুম্ভ রাশির মানুষরা চিন্তাভাবনায় অন্যদের থেকে আলাদা হন। তাঁরা যেমন মানবিক, তেমনই অত্যন্ত সাহসী। যেকোনও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে দ্বিধা করেন না। বিপদের সময় নিজের নিরাপত্তার কথা না ভেবে আগে এগিয়ে যান অন্যকে সাহায্য করতে। তাঁদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও আত্মবিশ্বাস অনেক সমস্যার সহজ সমাধান এনে দেয়।
দ্রষ্টব্য: রাশি, জ্যোতিষ, ধর্ম সংক্রান্ত প্রতিবেদনগুলি লোকমতভিত্তিক। প্রকাশক-সম্পাদক এগুলির সত্যতা নিশ্চিত করে না।