Trigrahi Yog on Makar Sankranti 2023: মকরে শনি-সূর্য-শুক্রের মহাসংযোগ, ৪ রাশির বাম্পার লাভ-সাফল্য

মকর সংক্রান্তির দিন সূর্যের রাশিবদলের কারণে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। শনি এবং শুক্র ইতিমধ্যেই মকর রাশিতে উপস্থিত রয়েছে।

Advertisement
মকরে শনি-সূর্য-শুক্রের মহাসংযোগ, ৪ রাশির বাম্পার লাভ-সাফল্যসংক্রান্তিতে ৪ রাশির ভাগ্যোদয়।
হাইলাইটস
  • সংক্রান্তিতে মকর রাশিতে ত্রিগ্রহী যোগ।
  • ৪ রাশির ভাগ্যোদয়।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এবার মকর সংক্রান্তি উৎসব উদযাপিত হবে ১৫ জানুয়ারি। ইংরেজি নববর্ষ শুরুর পর মকর সংক্রান্তি হল হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। যা সূর্যদেবের সঙ্গে সম্পর্কিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে, তবে যে দিন সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে, সেই দিনটি মকর সংক্রান্তি উৎসব হিসেবে পালিত হয়। এ বছর ১৪ জানুয়ারি রাতে মকর রাশিতে প্রবেশ করবে। তাই ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি বা উত্তরায়ণ।

মকর সংক্রান্তির দিন সূর্যের রাশিবদলের কারণে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। শনি এবং শুক্র ইতিমধ্যেই মকর রাশিতে উপস্থিত রয়েছে। মকর সংক্রান্তির দিন মকর রাশিতে সূর্য, শনি ও শুক্রের মিশ্রণে তৈরি হবে ত্রিগ্রহী যোগ। যা সমস্ত রাশিকে প্রভাবিত করবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য সূর্যের গমনের ফলে গঠিত ত্রিগ্রহী যোগ শুভ হতে চলেছে। 

মেষ রাশি- মকর সংক্রান্তিতে ত্রিগ্রহী যোগ তৈরি হওয়া মেষ রাশির জাতক-জাতিকাদের শুভ হতে চলেছে। তাঁরা যে কোনও কাজে পাবেন সাফল্য। নতুন চাকরির অফার পেতে পারেন। আপনার কাজের প্রশংসা হবে অফিসে। ব্যবসায়ীরা উন্নতি লাভ করবেন। মুনাফা করতে পারবেন আপনি। 

মিথুন- মকর সংক্রান্তিতে তৈরি হওয়া ত্রিগ্রহী যোগ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ উপকারী হতে চলেছে। তাঁদের স্বাস্থ্যের উন্নতি হবে। পুরনো কোনও রোগ থাকলে দূর হবে। যে কোনও কাজে সাফল্য পেতে পারেন। কর্মজীবনে নতুন সুযোগ পাবেন। অফিসে আপনি উন্নতি লাভ করবেন।

কর্কট-মকর সংক্রান্তিতে, শনি, সূর্য এবং শুক্রের মিলন কর্কট রাশির জন্য দারুণ উপকারী হবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। যাঁরা অংশীদারিত্বে ব্যবসা করছেন তাঁরা লাভবান হবেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে। অবিবাহিতরা সঙ্গী পাবেন।

বৃশ্চিক- সূর্যের গমনে সৃষ্ট ত্রিগ্রহী যোগ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়াবে। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা সাফল্য পাবেন। কেরিয়ারের জন্য এই সময়টা ভালো যাবে। ঘরে থাকবে সুখ। অর্থলাভ করবেন। 

Advertisement

আরও পড়ুন- সংক্রান্তি থেকে কেরিয়ার তুঙ্গে ৫ রাশির, সমস্যায় জেরবার ৩ রাশি

POST A COMMENT
Advertisement