হিন্দু পুরাণ মতে, ব্রহ্মাণ্ডের স্রষ্টা শ্রী হরি। বিষ্ণুর কৃপায় জীবনে সুখ ও আনন্দ আসে। বিষ্ণুর উপাসনা করলে মেলে সমৃদ্ধি ও স্থিতধী মস্তিষ্ক। নিয়মিত নারায়ণের পুজো করলে মেলে তাঁর আশীর্বাদ। এমন ৪ রাশি আছে. যাদের উপর বিষ্ণুর কৃপা। কারা তারা, চলুন জেনে নেওয়া যাক।
বৃষ রাশি- এই রাশির অধিপতি গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকাদের উপর বিষ্ণুর আশীর্বাদ থাকে। তাঁরা জীবনে সকল ধরনের সুখ অর্জন করতে পারেন। তবে মনে রাখুন বিষ্ণুর কৃপা পেতে হলে মহিলাদের সম্মান করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।
কর্কট রাশি- কর্কট হল ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় রাশি। এই রাশির অধিপতি চন্দ্র। শ্রী হরির কৃপা পান এই রাশির জাতক জাতিকারা। তাঁরা বুদ্ধিমত্তা দিয়ে সব কাজ হাসিল করেন। কখনও হারেন না। সমাজে সম্মানও পান।
সিংহ রাশি- এই রাশির অধিপতি সূর্য। সূর্য হলেন পরম শক্তি। উপনিষদে তাঁকে আদিত্য পুরুষ বলা হয়েছে। সূর্যের সঙ্গে সম্পর্কিত হওয়ায় সিংহ রাশিও বিষ্ণুর প্রিয় রাশিলির মধ্যে অন্যতম। শ্রী হরির কৃপায় সিংহ রাশির জাতক জাতিকারা সব কাজে সাফল্য অর্জন করেন। তাঁরা চেষ্টার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছন।
তুলা রাশি- এই রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র কেবল প্রেমের গ্রহই নয়, একটি আধ্যাত্মিক গ্রহও। এই রাশিতে বিষ্ণুর সঙ্গে থাকে দেবী লক্ষ্মীরও কৃপা। তাঁরা ভালো চরিত্রের অধিকারী হন। জীবনে সুখ ও সম্মান পান। পরিশ্রম করলে মেলে তাঁর ফল।
বিষ্ণুর কৃপা কীভাবে মেলে
১। মহিলাদের সম্মান করুন।
২। পরিষ্কার ও পরিচ্ছন্ন পোশাক পরুন।
৩। সুগন্ধী ব্যবহার করুন।
৪। নোংরা হয়ে থাকবেন না। নিজের খেয়াল রাখুন।
৫। বুদ্ধিকে স্থির রাখুন। পরিকল্পনা করে এগোন।
৬। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। অযথা রেগে যাবেন না। খুশি ও কষ্ট কোনওটাই জাহির করবেন না
৭। স্থিতধী থাকতে নিয়মিত পড়ুন গীতা।