Weekly Horoscope 20 to 26 October 2025: সাপ্তাহিক রাশিফল ২০ থেকে ২৬ অক্টোবর ২০২৫, কার কেমন যাবে?

Weekly Horoscope 20 to 26 October 2025: অক্টোবরের এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৭ অক্টোবরের পর থেকে বড় বদল শুরু হয়েছে। আর সেই প্রভাব ২০ থেক ২৬ অক্টোবরের রাশিফলে স্পষ্ট।

Advertisement
সাপ্তাহিক রাশিফল ২০ থেকে ২৬ অক্টোবর ২০২৫, কার কেমন যাবে?এক নজরে সাপ্তাহিক রাশিফল।
হাইলাইটস
  • অক্টোবরের এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • ১৭ অক্টোবরের পর থেকে বড় বদল শুরু হয়েছে।
  • গ্রহদের অবস্থান বদলের ফলে অনেকের জীবনে নতুন সুযোগ আসতে পারে।

Weekly Horoscope 20 to 26 October 2025: অক্টোবরের এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৭ অক্টোবরের পর থেকে বড় বদল শুরু হয়েছে। আর সেই প্রভাব ২০ থেক ২৬ অক্টোবরের রাশিফলে স্পষ্ট। গ্রহদের অবস্থান বদলের ফলে অনেকের জীবনে নতুন সুযোগ আসতে পারে। আবার কারও কারও ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন করা দরকার। তাই রাশি অনুযায়ী জেনে নিন, এই সপ্তাহটা কেমন কাটবে।

মেষ (Aries)
সপ্তাহটা মিশ্র যাবে। কাজের সময় ভুল করবেন না। খুব মন দিয়ে কাজ করুন। সেটা না করলেই দুশ্চিন্তা বাড়বে। সপ্তাহের শুরুতে কারও সঙ্গে তর্কে যাবেন না। হ্যাঁ, হ্যাঁ করে সব মেনে নিন। বরং নিজের শরীর আর সম্পর্কের ক্ষেত্রে মন দিন। ব্যবসায়ীরা কিছুটা লাভবান হবেন। সপ্তাহের শেষ দিকে খরচ বাড়তে পারে। তাই টাকাপয়সা বুঝেশুনে খরচ করুন। হঠাৎ কোনও দূরযাত্রার সম্ভাবনাও আছে।

বৃষ (Taurus)
সপ্তাহের শুরুতেই লম্বা জার্নি হতে পারে। খাওয়াদাওয়ায় অসাবধানতা করবেন না। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মন কমবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য সুখবর আছে। স্বাস্থ্য একটু দুর্বল থাকতে পারে। অফিসের লোকজনের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন।

মিথুন (Gemini)
সময়টা খুবই ভালো। পুরনো কাজ সম্পূর্ণ হবে। বন্ধুরা সাহায্য করবে। খাওয়া-দাওয়ায় সংযম রাখুন। পেটের সমস্যা হতে পারে। সংসারে আনন্দ আসবে। সম্পত্তি বা বাড়ি কেনার সুযোগ মিলতে পারে। পড়াশোনায় সাফল্য আসবে।

কর্কট (Cancer)
এই সপ্তাহ সৌভাগ্যের। কাজ সফল হবে। ব্যবসায় লাভ আসবে। শত্রুরা দুর্বল হবে। নতুন সম্পত্তি কেনা বা গাড়ি কেনার সময় খুব শুভ। পরিবারের সঙ্গে সময় কাটান। সংসারে শান্তি বজায় রাখুন।

সিংহ (Leo)
সপ্তাহের শুরুতে একটু চাপ থাকবে। বেশি পরিশ্রম করতে হবে। চাকরিতে বদলির সম্ভাবনা আছে। তাড়াহুড়ো করে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। বাবা মায়ের সঙ্গে ভেবেচিন্তে কথা বলুন। বেশি কথা বলতে গিয়ে ভুল কিছু বলে ফেললে মনোমালিন্য হতে পারে। ধৈর্য্য ধরুন। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস বজায় রাখুন।

কন্যা (Virgo)
এই সপ্তাহ খুবই শুভ। সব কাজে সুবিধা পাবেন। নতুন জিনিস কেনা হতে পারে। সামাজিক কাজে মন বসবে। ব্যবসায় উন্নতি আসবে। পুরনো টাকা ফেরত পাবেন। প্রেমে ভালো সময় যাবে। সংসারে মিল বজায় থাকবে।

Advertisement

তুলা (Libra)
এই সপ্তাহ ওঠানামায় ভরা। অফিসে বিবাদে জড়াবেন না। কাজের দিকে মন দিন। স্বাস্থ্যে সমস্যা হতে পারে। বাইরে যাত্রার যোগ আছে। পরিবারের কারও অসুস্থতা চিন্তা বাড়াবে। কথা বলার সময় ভেবে বলুন।

বৃশ্চিক (Scorpio)
সব দিক থেকেই ভাল সময়। কাজকর্ম সহজে মিটবে। ব্যবসায় সাফল্য মিলবে। ঘরে উৎসব অনুষ্ঠান হতে পারে। প্রিয়জনদের সঙ্গে দেখা হবে। হঠাৎ করে হাতে টাকা আসবে। সংসারে শান্তি ও আনন্দ বজায় থাকবে।

ধনু (Sagittarius)
সপ্তাহ মিশ্র। শুরুতে একটু চাপ থাকবে। অফিসে সতর্ক থাকুন। শত্রুরা সমস্যা তৈরি করতে পারে। সপ্তাহের শেষে ভাগ্য সহায় হবে। বড় খরচ হতে পারে। বাবা-মায়ের স্নেহ পাবেন।

মকর (Capricorn)
শুরুতে কষ্ট, শেষে লাভ। কঠোর পরিশ্রমে সফল হবেন। সরকার বা বড় লোকের সাহায্য পাবেন। সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে। শরীরে পুরনো অসুখ ফিরে আসতে পারে। সম্পর্ক নিয়ে মন খারাপ হতে পারে।

কুম্ভ (Aquarius)
সপ্তাহ খুব শুভ। নতুন কাজ শুরু হতে পারে। চাকরি পাবেন বেকাররা। পড়াশোনায় মনোযোগ বাড়বে। ব্যবসায় বড় লাভ আসবে। সমাজে সম্মান বাড়বে। দাম্পত্যে আনন্দ থাকবে।

মীন (Pisces)
সপ্তাহের শুরুতে সমস্যা, শেষে স্বস্তি। কাজের জন্য যাত্রা হতে পারে। সুযোগ হাতছাড়া করবেন না। শরীর একটু দুর্বল থাকবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। ছাত্রদের পরিশ্রম বাড়াতে হবে। সম্পর্ক টিকিয়ে রাখতে মিষ্টি ভাষায় কথা বলুন।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement