২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৫ সাপ্তাহিক রাশিফলWeekly Horoscope 27 October To 2 November: এক নজরে ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৫ এর সাপ্তাহিক রাশিফল জেনে নিন। নতুন সপ্তাহে কার ভাগ্য উজ্জ্বল? কাদের সাবধান থাকতে হবে? রইল বিস্তারিত বিশ্লেষণ। নতুন সপ্তাহে গ্রহ নক্ষত্রের পজিশনে বেশ কিছু পরিবর্তন হচ্ছে। এর ফলে কয়েকটি রাশির জীবনে সারপ্রাইজ আসতে পারে। সেটা ভাল চমকও হতে পারে, আবার দুঃসংবাদও হতে পারে। কারও ক্ষেত্রে বহু কাঙ্খিত সাফল্য আসতে পারে। জীবনে শান্তি ফিরতে পারে। আবার অনেকের ক্ষেত্রে এই সময়ে সতর্ক হয়ে সব কাজ করতে হবে। কাজ, সম্পর্ক, স্বাস্থ্যে নজর রাখা জরুরি। তাই বেশি সময় নষ্ট না করে, আসুন, ১২টি রাশির সাপ্তাহিক রাশিফল পড়ে নেওয়া যাক।
মেষ রাশি (Aries)
মনের জোর ধরে রাখুন। অফিসে কাজের চাপ বাড়বে। তাই রোজ সকালেই কী কী কাজ করতে হবে তার প্ল্যানিং সেরে ফেলুন। যানবাহন, মোটরসাইকেল, গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। সম্পর্কের ক্ষেত্রে এই সময় জটিলতা আসতে পারে। এক্ষেত্রে মুখ বন্ধ রাখাই শ্রেয়। তর্ক এড়িয়ে চলুন। বিনিয়োগের আগে ভাল করে ভাবুন।
বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির জন্য সময়টা ভাল। কাজের জায়গায় সম্মান পাবেন। ব্যবসায় লাভ হবে। তবে পরিবারের সঙ্গে কথা বলার সময় সাবধান থাকুন। ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমের কেসে বেশি চাপ নেবেন না।
মিথুন রাশি (Gemini)
নতুন সপ্তাহে ভাগ্য আপনার পাশে থাকবে। কাজে সাফল্য পাবেন। ব্যবসায় বড় সুযোগ আসতে পারে। পড়াশোনায় মনোযোগ দিন। কোনও ভাল খবর আসবে। সিঙ্গেল থাকলে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি (Cancer)
এতদিনের পরিশ্রমের ফল পাবেন। তবে অন্যের উপর ভরসা না করে নিজেই কাজ শেষ করুন। অর্থনৈতিক দিক একটু টানাটানি হতে পারে। খরচের সময় সাবধান থাকুন। প্রেমে মনে কষ্ট, আঘাত আসতে পারে।
সিংহ রাশি (Leo)
এই সপ্তাহে কোনও ব্যাপারেই অমনোযোগী হবেন না। সেটা করলেই বিপদে পড়বেন। অন্যের কথায় ভুল সিদ্ধান্ত নিতে পারেন। অফিসে একটু চাপ থাকবে। কিন্তু পরিশ্রমের ফল পাবেন। পরিবারের কারও শরীর খারাপ হতে পারে।
কন্যা রাশি (Virgo)
এই সপ্তাহে ভাগ্য আপনার সঙ্গী। হাতে ঠিকঠাক টাকাপয়সা থাকবে। তবে হঠকারী খরচ করবেন না। কর্মস্থলে সম্মান বাড়বে। ব্যবসায় লাভ নিশ্চিত। প্রেমে সুখ ও হাসি, ঠাট্টা থাকবে। সন্তানদের নিয়ে আনন্দের সময় কাটাবেন।
তুলা রাশি (Libra)
চাপ বাড়বে। আর এই চাপের কারণে বেশি বেশি কাজও করতে হবে। অফিসে মতভেদ তৈরি হতে পারে। ধৈর্য ধরুন। অন্যের মতামত ঠান্ডা মাথায় গ্রহণ করুন। সম্পর্কের ক্ষেত্রে কারও কথায় মন খারাপ হতে পারে। ভেবেচিন্তে কথা বলুন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি (Scorpio)
টুকটাক ঘোরাঘুরি হবে। তবে সর্বক্ষণ একটু ক্লান্ত ভাব থাকবে। ইতিমধ্যেই সেই প্রভাব শুরু হয়ে গিয়েছে। ঘুম ঘুম ভাব আসবে। তবে আলস্য করে কাজ ফেলে রাখবেন না। আর নিজে যে সিদ্ধান্ত নেবেন, তাতে দৃঢ় থাকুন। নিজের উপর বিশ্বাস রাখুন। প্রেমে সংযম রাখুন। আবেগে ভেসে যাবেন না। ছাত্রদের পড়াশোনায় মনযোগ দিতে হবে।
ধনু রাশি (Sagittarius)
বেড়াতে যান, লাভ হবে। নতুন নতুন কানেকশান তৈরি হবে। টাকাপয়সা নিয়ে সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। প্রেমে আনন্দের মধ্যে থাকবেন। পরিবারের সঙ্গে সময় কাটান।
মকর রাশি (Capricorn)
এই সপ্তাহে সাফল্য নিশ্চিত। ব্যবসায় লাভবান হবেন। প্রভাবশালী মানুষের সাহায্য পাবেন। প্রেমে ভুল বোঝাবুঝি এড়ান। শুভ কাজের যোগ রয়েছে।
কুম্ভ রাশি (Aquarius)
সব দিকেই শুভ সময়। পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে। কাজের জায়গায় সম্মান ও দায়িত্ব বাড়বে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। প্রেমে আনন্দের সময় কাটাবেন।
মীন রাশি (Pisces)
সব কিছুই আপনার অনুকূলে। চাকরিতে প্রশংসা পাবেন। টাকাপয়সা বাড়বে। নতুন বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। পড়ুয়ারা কোনও সাফল্যের খবর পাবেন। প্রেমে মাধুর্য্য বাড়বে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।