Weekly Horoscope 29 September to 5 October 2025: একে নতুন সপ্তাহ। তার উপর দুর্গা পুজো(Durga Puja 2025)। আর এই সপ্তাহেই বিভিন্ন রাশিতে গ্রহ নক্ষত্রের বড় প্রভাব পড়তে চলেছে। সূর্য, চন্দ্র, মঙ্গল, শনি, বুধ, শুক্র, প্রত্যেকেই নিজ নিজ রাশিতে অবস্থান করে নানা যোগ তৈরি করছে। এই সময়ে কোনও রাশির জাতকের জীবনে আর্থিক সাফল্য আসতে পারে। আবার কারও জীবনে চ্যালেঞ্জের পরিস্থিতি তৈরি হতে পারে। আসুন দেখে নেওয়া যাক, ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কোন রাশির কেমন কাটবে।
মেষ
সপ্তাহের শুরুতেই আর্থিক দিক থেকে বড় স্বস্তি মিলতে পারে। প্রবীণদের আশীর্বাদ ও উচ্চপদস্থ মানুষের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কাজে ব্যয় বাড়বে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কাজের গতি বাড়বে। শরীর ভালো থাকবে, মন থাকবে প্রফুল্ল।
বৃষ
সপ্তাহের শুরুতে আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ কাজে বাধা আসবে। তবে সপ্তাহের মাঝামাঝি ভ্রমণ শুভ। দূরের সফর থেকে লাভ আসতে পারে। শেষের দিকে খ্যাতি ও সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে।
মিথুন
সপ্তাহের প্রথম দিনগুলো দাম্পত্য জীবনের জন্য শুভ। সঙ্গীর সঙ্গে সম্পর্ক গভীর হবে। কাজের ক্ষেত্রেও সহযোগিতা মিলবে। তবে মাঝের সময়ে স্বাস্থ্যহানি ঘটতে পারে। শেষের দিকে ভাগ্যের জোরে উন্নতির সম্ভাবনা। শিক্ষার্থীদের জন্যও সময় ভালো।
কর্কট
শরীরের যত্ন নেওয়া জরুরি। শত্রুর মোকাবিলা করতে হবে। ঋণ বা মামলা সংক্রান্ত চিন্তা মাথাচাড়া দিতে পারে। তবে সপ্তাহের মধ্যভাগে পরিবারের মধ্যে সৌহার্দ্য ফিরবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। শেষের দিকে কাজে দেরি এবং মানসিক চাপ আসতে পারে।
সিংহ
শিক্ষা, সন্তান ও বিনোদনের জন্য সপ্তাহের শুরুটা শুভ। শেয়ারবাজার বা বিনিয়োগ থেকে লাভ মিলতে পারে। মাঝামাঝি সময়ে বাড়তি দায়িত্ব এলে ক্লান্তি দেখা দিতে পারে। তবে সপ্তাহের শেষ ভাগে প্রেম-সম্পর্কে আনন্দ আসবে, পরিবারেও শান্তি বজায় থাকবে।
কন্যা
পরিবারে শান্তি বজায় রাখতে উদ্যোগ নিতে হবে। মায়ের স্বাস্থ্যের সমস্যা হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সন্তানের সাফল্যে আনন্দ আসবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে অর্থ আসতে পারে। শেষের দিকে পুরোনো কাজ শেষ করার সুযোগ পাবেন।
তুলা
শুরুতে বন্ধু ও আত্মীয়দের সঙ্গে আনন্দের সময় কাটবে। সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন। তবে মাঝের সময়ে মানসিক অশান্তি বাড়তে পারে। বাড়িঘর ও আর্থিক খরচে চিন্তা বাড়বে। সন্তান নিয়ে দুশ্চিন্তা হতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে পরিস্থিতি বদলাবে।
বৃশ্চিক
আর্থিক দিক থেকে সপ্তাহের শুরুটা শুভ। পরিবারে আনন্দ আসবে। সমাজে সম্মান বাড়বে। মাঝের সময়ে প্রভাবশালী মানুষের সহযোগিতা মিলবে। সপ্তাহের শেষে আয়ের নতুন পথ খুলতে পারে। তবে হঠাৎ মানসিক চাপ বাড়তে পারে।
ধনু
স্বাস্থ্য ভালো থাকবে। গবেষণা, নতুন পরিকল্পনা ও প্রশাসনিক কাজের জন্য শুভ সময়। মাঝামাঝি সময়ে সঙ্গীর পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান হবে। শেষের দিকে ব্যবসায় নতুন উদ্যোগ নেওয়ার সম্ভাবনা।
মকর
সপ্তাহের শুরুতে মানসিক অশান্তি, আর্থিক চাপ ও বিদেশ সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। মাঝের সময়ে আত্মবিশ্বাস বাড়বে। কাজে উন্নতি হবে। শেষে পারিবারিক বিষয়ে দুশ্চিন্তা বাড়লেও হঠাৎ অর্থলাভ হতে পারে।
কুম্ভ
সপ্তাহের শুরুতে অর্থলাভ ও ইচ্ছাপূরণ সম্ভব। তবে স্বাস্থ্যের জন্য সময় মোটেই ভালো নয়। মাঝের দিনে আত্মবিশ্বাস কমবে। কাজ আটকে যেতে পারে। শেষের দিকে স্বাস্থ্য ও মনোবল রক্ষা করতে বাড়তি চেষ্টা করতে হবে।
মীন
কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে। উচ্চপদস্থদের সহানুভূতি মিলবে। মাঝের সময়ে ভাইবোনের সাহায্যে আয়ের উৎস বাড়বে। তবে সপ্তাহের শেষ ভাগে শরীর দুর্বল হতে পারে। মানসিক অশান্তিও আসতে পারে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।