Paush Amavasya 2024: বছরের প্রথম অমাবস্যা কবে? জানুন পুণ্যতিথির দিনক্ষণ ও শুভ মুহূর্ত

Paush Amavasya 2024: হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, পৌষ মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথিতে পৌষ অমাবস্যা পালন করা হবে। হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বড়ই মাহাত্ম্য রয়েছে। অমাবস্যার দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব ও সূর্যদেবের উপাসনা করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে তুলসীকে কিছু জিনিস অর্পিত করলে তা খুব শুভ বলে মনে করা হয়।

Advertisement
বছরের প্রথম অমাবস্যা কবে? জানুন পুণ্যতিথির দিনক্ষণ ও শুভ মুহূর্তঅমাবস্যা ২০২৪
হাইলাইটস
  • প্রত্যেক বছরই পূর্ণিমা-অমাবস্যা হিন্দু ধর্মে বিশেষ প্রাধান্য পেয়ে থাকে।

নতুন বছর শুরু হয়ে গিয়েছে। ২০২৪ শনির বছরকে নিয়ে মানুষের আশা-প্রত্যাশা এখন তুঙ্গে। প্রত্যেক বছরই পূর্ণিমা-অমাবস্যা হিন্দু ধর্মে বিশেষ প্রাধান্য পেয়ে থাকে। প্রতি মাসে একটি করে পূর্ণিমা ও অমাবস্যা হয়। এই বছরের প্রথম অমাবস্যা ১১ জানুয়ারিতে রয়েছে। এইদিন পিতৃ তর্পণ করা যেতে পারে। 

হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, পৌষ মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথিতে পৌষ অমাবস্যা পালন করা হবে। হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বড়ই মাহাত্ম্য রয়েছে। অমাবস্যার দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব ও সূর্যদেবের উপাসনা করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে তুলসীকে কিছু জিনিস অর্পিত করলে তা খুব শুভ বলে মনে করা হয়। আসুন জেনে নিই তুলসীকে অমাবস্যার দিন কী অর্পণ করলে তা শুভ হবে। 

লাল ওড়না
অমাবস্যার দিন তুলসী মাকে লাল রঙের ওড়না নিবেদন করুন। বিশ্বাস করা হয় যে দেব উঠনী একাদশীর দিন মাতা তুলসীকে লাল ওড়না চড়ালে জীবনে ধন-বৈভবের প্রাপ্তি হয়। 

হলুদ সুতো
অমাবস্যার দিন একটা হলুদ সুতোয় ১০৮টা গাঁট বাঁধুন আর এটাকে তুলসীর টবে বেঁধে দিন এরপর মা তুলসীর সামনে প্রার্থনা করুন। এটা করলে বাড়িতে সর্বদা মা তুলসীর কৃপা থাকবে। 

লাল ধাগা
অমাবস্যার দিন তুলসী গাছে লাল ধাগা অবশ্যই বাঁধবেন। এরকম করলে জীবনের সব বাঁধা-বিপত্তি দূর হয় এবং ব্যক্তির সব ইচ্ছা পূরণ হয়। বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। 

কাঁচা দুধ নিবেদন
এইদিন মা তুলসীকে কাঁচা দুধ অর্পণ করুন। এর আগে তুলসীর সামনে প্রদীপ জ্বালান। তারপর তুলসীর কাছে প্রার্থনা করুন। 
 

 

POST A COMMENT
Advertisement