Zodiac: রাশি অনুযায়ী কোন দেবতাকে পুজো করলে ভাগ্যোন্নতি? জানুন

গণেশ, শিব, কৃষ্ণ না নারায়ণ- রাশি মেনে কোন দেবতার পুজো করলে উত্তম ফল পাবেন? কী দিয়ে পুজো? জানুন বিশদে।

Advertisement
রাশি অনুযায়ী কোন দেবতাকে পুজো করলে ভাগ্যোন্নতি? জানুন রাশি অনুযায়ী কোন দেবতার পুজো করবেন?
হাইলাইটস
  • রাশি অনুযায়ী দেবতার আরাধনা করুন।
  • কোন রাশির কোন দেবতাকে ভজলে লাভ?
  • কী দিয়েই বা পুজো দেবেন?

মানুষের জীবনের উন্নতি ও অবনতির নেপথ্যে রাশি বিরাট প্রভাব ফেলে। তাই ভাগ্যোদয়ের জন্য রাশি অনুযায়ী পুজো-অর্চনা করাই শ্রেয়। রাশি মেনে দেবতাকে তুষ্ট করলে মেলে কাঙ্ক্ষিত ফল।       

মেষ- এই রাশির জাতক-জাতিকাদের সবচেয়ে বড় সমস্যা মনের অস্থিরতা। এজন্য আপনাকে হনুমানজির পুজো করতে হবে। পুজোয় লাল ফুল ব্যবহার করুন।

বৃষ- এই রাশির জাতক-জাতিকারা বড্ড একগুঁয়ে প্রকৃতির। এজন্য শিবের উপাসনা করাই উত্তম। সাদা চন্দন ব্যবহার করুন পুজোয়। 

মিথুন- এই রাশি বড্ড বিভ্রান্তি বা সিদ্ধান্তহীনতায় ভোগেন। আর এক্ষেত্রে অর্জুনের সংশয় দূর করেছিলেন যিনি সেই শ্রীকৃষ্ণের শরণ নিন। ধুনুচি দিয়ে পুজো করুন। 

কর্কট- অকিরিক্ত আবেগপ্রবণ হন এই রাশির জাতক-জাতিকারা। শিবের পুজো করলে আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন। পুজোর সময় শাঁখ বাজান।   

সিংহ- জীবনে অতিরিক্ত বিবাদে জড়িয়ে পড়েন সিংহ রাশির জাতক-জাতিকারা। চটজলদি মাথা গরম করে ফেলেন। নিজেকে নিয়ন্ত্রণ করতে সূর্যদেবের পুজো করুন। ধুনো দিয়ে পুজো করুন।
   
কন্যা-
প্রয়োজনের চেয়ে বেশি টাকার পিছনে ছুটতে থাকেন এই রাশির জাতক-জাতিকারা।এজন্য মাতৃশক্তির পুজোই শ্রেয়। পুজোয় অবশ্যই খাঁটি ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন।

তুলা- এই রাশির জাতক-জাতিকারা বড্ড উন্নাসিক। কোনও বিষয়কেই গুরুত্ব দেন না। ভগবান কৃষ্ণের পুজো করলে জীবন সম্পর্কে সচেতন হবেন। পুজোয় অবশ্যই সাদা ফুল ব্যবহার করবেন।

বৃশ্চিক - এই রাশির ১৮ মাসে বছর! জীবনে বড্ড শ্লথ। গতি বাড়ানোর জন্য বজরংবলির পুজো করুন। পজোয় তুলসী ডাল ব্যবহার করুন। 

ধনু - নিজের কথাবার্তায় রাশ টানতে পারেন না এই রাশির জাতক-জাতিকারা। এজন্য সূর্যের পূজো করুন। পুজায় সাদা মিষ্টি ব্যবহার কলে নিশ্চিত ফল লাভ করবেন।

মকর - রাশির বড় সমস্যা নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা। এজন্য অবশ্যই শিবের পুজো করুন। হলুদ আসনে উপরে বসে রুদ্রাভিষেক করলে ফল পাবেন। 

কুম্ভ- অত্যাধিক অন্যের বিষয়ে আপনি হস্তক্ষেপ করে ফেলেন। চাইলেও নিজেকে আটকাতে পারেন না। এই রাশির জাতক-জাতিকারা শ্রীকৃষ্ণের পুজো করলে লাভবান হবেন। পুজোয় চন্দন সুগন্ধির ধূপ ব্যবহার করতে হবে। 

Advertisement

মীন - দায়িত্বের প্রতি অবহেলা করেন এই রাশির জাতক-জাতিকারা। ভগবান গণেশের পুজো করলে ফল পাবেন। লাড্ডু অর্পণ করুন।

আরও পড়ুন- নতুন বছরে রাহুর প্রকোপে এই রাশিগুলি, বিপদ থেকে বাঁচতে জানুন প্রতিকার

POST A COMMENT
Advertisement