গত ১৪১ বছরের ইতিহাসে ২০২১ সাল গোটা বিশ্বেই ছিল ষষ্ঠ উষ্ণতম বছর। এমন তথ্যই দিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া)।
বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার সঙ্কেত মিলছে। দু'টি মার্কিন সংস্থা নাসা, নোয়া জানিয়েছে, উষ্ণায়নের সঙ্গে সঙ্গে ভারত, আমেরিকা, ইউরোপ-সহ গোটা বিশ্বেই এক দশক ধরে বাড়ছে উষ্ণতা। ছ'টি বিভিন্ন ধরনের হিসাব পদ্ধতি অনুযায়ী উষ্ণতম বছর ২০১৬ ও ২০২০ সালের চেয়ে খুব একটা পিছিয়ে নেই।
নোয়ার তথ্য বলছে,২০২১ সালে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস বা সাড়ে ৫৮ ডিগ্রি ফারেনহাইট।
নাসা জানিয়েছে, ১৮০০ সালের পর থেকে ২০২১ সাল ষষ্ঠ উষ্ণতম বছর। ২০১৮ সালের সঙ্গে একসারিতে রয়েছে। নোয়ার অবশ্য দাবি, উষ্ণতার নিরিখে ষষ্ঠ স্থান পেয়েছে কেবল ২০২১ সালই।
বিজ্ঞানীদের বক্তব্য,লা নিনা-র শীতল প্রভাবে দুনিয়ায় আবহাওয়া পরিবর্তন হয়েছে। ২০১৬ সাল থেকে এটা শুরু হয়েছিল। আগামী বছরেও উষ্ণতম বছর দেখা যাবে বলে পূর্বাভাস দিয়েছেন গবেষকরা।
নাসার আবহাওয়া বিজ্ঞানী গ্যাভিন স্মিডের কথায়,''যতদিন না মানুষ বাতাসে কার্বন ডাইঅক্সাইড কমাতে পারছে ততদিন উষ্ণতা বাড়তেই থাকবে। ১৪০ বছরের ইতিহাসে গত ১০ বছরে গড়ে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।''