scorecardresearch
 
Advertisement
স্পেশাল

বরফের চেয়ার টেবিলে বসে গরম কফিতে চুমুক! দেশের প্রথম ইগলু তৈরি গুলমার্গে

igloo cafe in Gulmarg
  • 1/7

বরফের দেশে বাসস্থান হিসেবে ইগলু আমরা সকলেই দেখেছি কম বেশি। টিভি-সিনেমা এমনকী গল্পের বইতে পড়ে সাধ হয়েছে যদি এমনটা হত। সেই স্বপ্নকেই পূরণ হতে চলেছে এবার। ভারতের গুলমার্গেই তৈরি হল সেই ইগলু।
 

igloo cafe in Gulmarg
  • 2/7

কাশ্মীরের এই বেসরকারি হোটেল ব্যবসায়ী গুলমার্গের বরফাবৃত এলাকায় এই ইগলু ক্যাফেটি নির্মাণ করেন। সেখানে শীতকালে কাশ্মীরী কাহাওয়া চা থেকে গরম কফি সবই পাবেন হাতেনাতে। পর্যটকদের আকর্ষণ করতেই এই উদ্যোগ।
 

igloo cafe in Gulmarg
  • 3/7

হোটেল ব্যবসায়ী ওয়াসিম শাহ এই প্রজেক্টটি তৈরি করেন। তিনি বলেন, "আমি চাই গুলমার্গে এসে সকলে এক অন্য অভিজ্ঞতা লাভ করুক। আমি নিজে একজন পর্যটক। এমনটা আমি সুইজারল্যান্ডে দেখেছিলাম। তখনই মাথায় আসে আইডিয়াটি। এই ইগলুটি সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি।
 

Advertisement
igloo cafe in Gulmarg
  • 4/7

এই ইগলুটি ২২ ফুট চওড়া এবং ১৩ ফুট লম্বা। হোটেল  মালিক জানান একসঙ্গে ১৬ জন অতিথি থাকতে পারবেন ভিতরে। ১৫ দিন ধরে ইগলুটি বানান হয়েছিল। এই প্রথম বরফের রেস্তোরা তৈরি হল ভারতে। 
 

igloo cafe in Gulmarg
  • 5/7

কাশ্মীরে কয়েক বছর ধরে পর্যটন ব্যবসা একেবারে তলানিতে পৌঁছেছিল। ৩৭০ ধারা রদ এবং পরবর্তীতে করোনা হানায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মু-কাশ্মীর। 

igloo cafe in Gulmarg
  • 6/7

বরফে ডাকা কাশ্মীরের সৌন্দর্য্য উপভোগ করতে পর্যটকরা গুলমার্গ এবং পহেলগামে সময় কাটান। তাই দেশি-বিদেশী সব পর্যটকদের টানতেই এই নয়া পরিকল্পনা।

igloo cafe in Gulmarg
  • 7/7

জম্মু কাশ্মীর ট্যুরিজম দফতরের সচিব সারমাদ হাফিজ বলেন, "আমাদের উপত্যকায় আবার পর্যটকদের ফিরিয়ে আনতে আমরা সব রকম পন্থা অবলম্বন করছি।"

Advertisement