scorecardresearch
 
Advertisement
স্পেশাল

Cyclone Biparjoy: মহা-'বিপর্যয়' মোকাবিলায় স্পেশাল ব্যবস্থা কেন্দ্রের, কী কী? PHOTOS

ঘূর্ণিঝড় বিপর্যয়
  • 1/8

মহা সাইক্লোনে বিপর্যয়ের প্রভাব বাড়তে শুরু করেছে

ধ্বংসের আশঙ্কায় নৌসেনা। সেনা, বায়ুসেনা, এনডিআরএফ, এসডিআরএফের মত এজেন্সিগুলিকেও মোতায়েন করে দেওয়া হয়েছে। প্রত্যেকেই সতর্ক রয়েছেন। ৭৪ হাজার মানুষ সমুদ্র তীরবর্তী এলাকায় থাকেন। তাদের সরিয়ে সুরক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। যাতে কারও প্রাণ না যায়, মৃত্যু ও ক্ষতির সংখ্যা যাতে যত কম রাখা যায়, সেজন্য দেশের সমস্ত এজেন্সি সেনাবাহিনী একযোগে প্রস্তুত।

ঘূর্ণিঝড় বিপর্যয়
  • 2/8

সবার আগে বিপদের ম্যাপ করা হচ্ছে

আবহাওয়া দফতর, বিপর্যয় মোকাবিলা দফতর এবং প্রশাসনিক স্তরে আত্মরক্ষার জন্য সংস্থাগুলিকে আগামী বিপর্যয়ের এবং বিপদের একটা পরিমাপ করে নিতে বলা হয়েছে। জেনে নিতে হবে যে কোন এলাকাগুলিতে সবচেয়ে বেশি ভয় রয়েছে। ঝড় কখন তটে আছড়ে পড়বে, কোন এলাকায় কখন ঝড় বয়ে যাবে, পুরনো ঝড়ের সঙ্গে এর কতটা সাযুজ্য রয়েছে, বা এটি কীরূপে আসবে, হাওয়ার গতি কতটা থাকবে, সমস্ত কিছু জেনে নিতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় বিপর্যয়
  • 3/8

স্থলভাগের সঠিক ব্যবহার

লোকেদের বাঁচানোর জন্য এবং ঝড়ের ক্ষতি থেকে রক্ষা করার জন্য সবচেয়ে বেশি প্রভাবিত এলাকাগুলিতে গুরুত্বপূর্ণ জিনিসগুলি যতটা পারা যাচ্ছে সরিয়ে নেওয়া হচ্ছে। যেগুলি ভেঙে যেতে পারে বা যেগুলি পড়ে গেলে বিপদের সম্ভাবনা বাড়তে পারে, সেগুলিকে সরানো হচ্ছে। যেমন বন্যা প্রভাবিত এলাকা থেকে বিল্ডিংগুলি সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারে। ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে সমস্ত জায়গাগুলি, সেগুলি থেকে জিনিসপত্র বের করে সেখানকার তীরবর্তী এলাকা খালি করে দেওয়া হচ্ছে।

Advertisement
ঘূর্ণিঝড় বিপর্যয়
  • 4/8

নেওয়া হচ্ছে বিশেষ কারিগরি পদ্ধতি

ঝড় এবং বিপর্যয় আটকানোর জন্য ইঞ্জিনিয়ারড টাচ লাগানো হচ্ছে। ধাতুর ভারী বস্তু সমুদ্রের পাড়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। যাতে খুব বেশি দ্রুত তুফান সমুদ্রের ঢেউ ওই ভারী বস্তুগুলোতে আটকে অনেকটা প্রতিহত হয়ে শক্তি ক্ষয় হয়ে যায়।

ঘূর্ণিঝড় বিপর্যয়
  • 5/8

ঝড় আসার আগে ঘর বাড়ি বাঁচানোর প্রস্তুতি নেওয়া হয়েছে

যেমন বাড়ির ছাদগুলিকে পরিষ্কার করে সেখানে জিনিসপত্র তুলে দেওয়া হচ্ছে। খুঁটি, গাছ, এগুলির চারিদিকে ভারী বস্তু রেখে সেগুলিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে বাঁচানো হচ্ছে। ঘরের আশপাশে থাকা গাছ কাটা হচ্ছে, যাতে সেগুলি পড়ে গিয়ে বিপর্যয় না বাড়তে পারে। সাইক্লোন সেন্টারকে ঠিক করা হচ্ছে।

ঘূর্ণিঝড় বিপর্যয়
  • 6/8

সাইক্লোন শেলটার

সাইক্লোন শেলটার এমন করে বানানো হয়েছে যা ঝড়ে বিপর্যস্ত হবে না এবং তার ভেতরে থাকা মানুষদের সুরক্ষা দিতে পারবে। সেখানে লোকেদের সঠিকভাবে পৌঁছে দেওয়া, যেমন স্কুল, সমবায় কেন্দ্র, অডিটোরিয়াম, কমিউনিটি হল, এইগুলিতে মানুষদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা, এই শেল্টারগুলি জনসংখ্যার ভিত্তিতে এলাকাভিত্তিকভাবে বানানো হয়েছে এই জায়গাগুলিতে যেখান থেকে রেসকিউ  এবং যাতায়াত করা সুবিধা জনক হয়। দূরসঞ্চার ব্যবস্থা সমস্যায় না পড়ে সেই বন্দোবস্ত করা হচ্ছে।

ঘূর্ণিঝড় বিপর্যয়
  • 7/8

সাইক্লোন সঙ্গে খুব জোরে বৃষ্টি ও আসে

এই পরিস্থিতিতে নীচু এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা থেকেই যায়। এ কারণে নৌকোগুলিকে প্রস্তুত রাখা হচ্ছে। বিপদের সময় যাতে নৌকো চড়েও কেউ কেউ বেঁচে ফিরতে পারেন। বিভিন্ন জায়গা থেকে সেই ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি জনপদ এলাকায় মোতায়ন করে দেওয়া হচ্ছে হেলিকপ্টার এবং উঁচু গাড়িগুলিকে আশপাশে রেখে দেওয়া হচ্ছে, যাতে সেগুলি করে মানুষকে পরিত্রাণ দেওয়া সম্ভব হয়।

Advertisement
ঘূর্ণিঝড় বিপর্যয়
  • 8/8

এছাড়া আর অন্যান্য ব্যবস্থা

এ ছাড়াও বিভিন্ন এলাকাতে চিকিৎসা বন্দোবস্ত রাখা, আর্টিফিশিয়াল পাহাড় তৈরি করা, স্যালাইন ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রস্তুত রাখা, ম্যানগ্রোভ প্লান্টেশন করা, সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে পুরনো গাছগুলিকে সুরক্ষা প্রদান, বিপদ ঘটাতে পারে এমন গাছকে কেটে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement