এখন প্রশ্ন হল, জগন্নাথ মন্দির গড়তে কেন দিঘাকেই বেছে নিলেন মমতা? আবার দুর্গাঙ্গন গড়তে কেন কলকাতার নিউটাউন? দিঘায় জগন্নাথ মন্দির গড়তে আড়াইশো কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। নিউটাউনে দুর্গাঙ্গন গড়তে প্রায় ২৬২ কোটি টাকা খরচ করছে মমতার সরকার।
পিঠে-পুলি থেকে মিষ্টি, শীত পড়লেই বাঙালির সবকিছুতে চাই নতুন গুড়, অর্থাৎ নলেন গুড়। শীতকালে এই গুড় বাঙালির কাছে অমৃত সমান। এদিকে এই ভেজালের যুগে আসল নলেন গুড় চিনতে গিয়েই অনেকে বিভ্রান্তিতে পড়ে যান। কেউ গন্ধ বিচার করেন, তো কেউ আবার রং। দোকানে গিয়ে একটাই প্রশ্ন, ভাল হবে তো গুড়টা? দোকানদারও একমুখ হাসি নিয়ে বলে দেন, একেবারে খাঁটি। কিন্তু এখন প্রশ্ন হল, খাঁটি নলেন গুড় কীভাবে চিনবেন, তা জানতেই আমরা গিয়েছিলাম জয়নগরে। সেখানকার গুড় প্রস্তুতকারকদের মুখ থেকে শুনে নিন কীভাবে চিনবেন আসল নলেন গুড়। এবার আর ঠকবেন না, গ্যারান্টি!
Ukraine Drone: ইউক্রেন এখন এমন ইন্টারসেপ্টর তৈরি করছে, যাদের দাম মাত্র এক হাজার ডলার পর্যন্ত। ২০২৫ সালেই এই ড্রোনগুলি পরীক্ষামূলক পর্যায় ছেড়ে দ্রুত গণউৎপাদনে চলে এসেছে। আধুনিক যুদ্ধের ছবিটাই বদলে যাচ্ছে।