স্বাদ এক হলেও দেশ ও রাজ্যভেদে ইলিশের নাম আলাদা। আসুন দেখি কোন দেশ বা আমাদের দেশেরই বিভিন্ন রাজ্যে কী নামে পরিচিত এই ইলিশ।
বাংলাদেশের এক এক জেলায় ইলিশ এক এক নামে ,পরিচিত। যেমন, কুমিল্লা ও নোয়াখালিতে ইলিশকে ডাকা হয় বিল্লি, খাল্লিশ, বাম, পাইটে, সকড়ি নামে।
মারাঠিদের কাছে মাছের রাজা পাল্লো নামে পরিচিত। গুজরাটে স্ত্রী আর পুরুষ ইলিশকে আলাদা আলাদা নামে ডাকা হয়। স্ত্রী মাছকে বলা হয় মদেন আর পুরুষ মাছ পালওয়া।