বাংলা তথা ভারতীয় ছবিতে 'রায় বিপ্লব' বললে বাড়াবাড়ি হবে না। সেই বিপ্লবটাই ঘটেছিল 'পথের পাঁচালী' ছবিতে। সেবার সত্যজিত্ রায়ের পাশে আরেক রায় না থাকলে ইতিহাস ঘটত না। তিনি বিধানচন্দ্র রায়। স্বাধীনতার পরে বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। সব ছবি সৌজন্য: India Today Archive
'পথের পাঁচালী' বানাতে গিয়ে সত্যজিত্ রায় যে কার্যত নিঃস্ব হয়ে গিয়েছিলেন, এ গল্প অনেকেরই জানা। কিন্তু ছবি রিলিজের পরে সেই বিধান রায়ই মজা করে সত্যজিত্কে বলেছিলেন, 'অস্কার না পেয়ে যাও!' এটা বোধ হয় ভবিষ্যদ্বাণীই ছিল। নিছক মজা নয়। যতই হোক, বিধান রায়ের চোখ বলে কথা! ছবি: India Today Archive
স্ত্রী বিজয়া রায়ের গয়না, বিমা পলিসি, কিছু দুষ্প্রাপ্য রেকর্ড বিক্রি করেও পথের পাঁচালী-র মূলধন জোগাড় করতে পারেননি সত্যজিত্। সত্যজিতের মা তখন সোজা তত্কালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সঙ্গে দেখা করলেন।
বিধান রায় সব শুনে বলেন, 'ছেলেকে একবার আমার কাছে পাঠাও। দেখছি কিছু করা যায় কিনা। সিনেমা তৈরিতে আজ পর্যন্ত কোনও সরকার টাকা দেয়নি। সরকার কীভাবে সিনেমা প্রযোজনা করবে? আইন নেই। তবু ছেলেকে একবার পাঠাও। দেখছি।'
পরের দিনই সত্যজিত্ রায় দেখা করেন বিধান রায়ের সঙ্গে। পথের পাঁচালীর স্ক্রিপ্ট শুনতে চান বিধান রায়। সব শুনে বলেন, 'সবই তো ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত ভারতে কোনও সরকার সিনেমা তৈরির জন্য অর্থ সাহায্য করেনি।' মুখ্যসচিবকে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী।
বললেন, 'চেনো ওকে? সুকুমারের ছেলে, উপেন্দ্রকিশোরের নাতি। সিনে ক্লাব চালায়। দেখো কিছু টাকাপয়সার ব্যবস্থা করা যায় কিনা।' মুখ্যসচিব সব শুনে বললেন, 'কিন্তু স্যর, সরকার কী করে টাকা দেবে?'
বিধান রায় হেসে বলেছিলেন, 'আইন আছে, আইনের ফাঁকও আছে।' এরপর সত্যজিত্ রায়কে বিধান রায় বললেন, 'গল্পের শেষটা একটু পাল্টে গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কথা বলে সরকারি প্রচার করো।' সত্যজিত্ পাল্টা বললেন, 'এটা অসম্ভব। ছবির স্ক্রিপ্ট পাল্টানো সম্ভব নয়। ক্ষমা করবেন। স্ক্রিপ্টের সঙ্গে কোনও কম্প্রোমাইজ করতে পারবো না।'
বিধান রায়ের পরীক্ষা সফল হল। বুঝলেন, সুকুমার রায়ের ছেলে সফল হবেই। পরের দিন সত্যজিত্ রায়কে বললেন, 'সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক থেকেই টাকা দেওয়া হবে। সরকারি প্রচার করতে হবে না।'
১৯৫৫ সালের ২৬ অগাস্ট বসুশ্রী সিনেমা হলে রিলিজ করল পথের পাঁচালী। ছবি দেখে আপ্লুত বিধান রায় বলেছিলেন, 'দুর্দান্ত ছবি বানিয়েছো। অস্কার না পেয়ে যাও!'
এও তো এক বিপ্লব ভারতীয় ছবিতে। 'রায় বিপ্লব' নয়তো কী!