scorecardresearch
 
স্পেশাল

করোনা আবহে দুর্গা আবির্ভূত 'চিকিৎসক' রূপে, দেখুন ছবি

Durga Puja 2021: এবারে মালদার ইংরেজবাজারে চিকিৎসক রূপে আবির্ভূত দুর্গা!
  • 1/5

করোনা আবহে অন্যতম যোদ্ধা হিসেবে প্রমাণিত হয়েছেন চিকিৎসকরা। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আক্রান্তদের প্রাণ বাঁচিয়েছেন তারা। এই যুদ্ধে বহু চিকিৎসক, নার্স এবং চিকিৎসাকর্মীদের প্রাণ গেলেও, করোনার বিরুদ্ধে চিকিৎসকদের লড়াই এখনও অব্যাহত।

Durga Puja 2021: এবারে মালদার ইংরেজবাজারে চিকিৎসক রূপে আবির্ভূত দুর্গা!
  • 2/5

আর এই লড়াইকে সম্মান জানাতেই মালদার অভিযাত্রী সংঘের ৬১ তম পুজোয় উদ্যোক্তারা এই থিমকে বেছে নিয়েছেন। যেখানে মা দুর্গা থেকে লক্ষী কার্তিক গণেশ সরস্বতী সকলেই আবির্ভূত চিকিৎসকের বেশে।

Durga Puja 2021: এবারে মালদার ইংরেজবাজারে চিকিৎসক রূপে আবির্ভূত দুর্গা!
  • 3/5

হাতে প্রথাগত অস্ত্রের বদলে অস্ত্রের বদলে রয়েছে করোনার বিরুদ্ধে লড়াই করার মতো স্যানিটাইজার, ডেটল, ওষুধপত্র, সিরিঞ্জ সহ বিভিন্ন সরঞ্জাম। শুধু এখানেই থেমে থাকেননি উদ্যোক্তারা। এদের মন্ডপে ঢুঁ মারলেই করণা পর্বের বহু দৃশ্য উঠে এসেছে তাদের মন্ডপে।

Durga Puja 2021: এবারে মালদার ইংরেজবাজারে চিকিৎসক রূপে আবির্ভূত দুর্গা!
  • 4/5

দেশের লকডাউন পরিস্থিতি, করোনার বিপদ, এই মারণ ভাইরাস থেকে সচেতনতার  বিভিন্ন দিক তুলে দেওয়া হয়েছে মন্ডপ সজ্জায়। ইতিমধ্যেই এই পুজোর উদ্বোধন পর্ব নজর কেড়েছে দর্শকদের। আদিবাসী নাচ-গান থেকে বাউল। সব মিলিয়ে জমজমাট উৎসব প্রাঙ্গণ।

Durga Puja 2021: এবারে মালদার ইংরেজবাজারে চিকিৎসক রূপে আবির্ভূত দুর্গা!
  • 5/5

এই পুজো কমিটির সম্পাদক জানিয়েছেন, চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে তারা এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন।