scorecardresearch
 
Advertisement
স্পেশাল

National Skyscraper Day 2022: পৃথিবীর সেরা ৭ গগনচুম্বি অট্টালিকা, দেখলে অবাক হয়ে যাবেন

ন্যাশনাল স্কাইস্ক্র্যাপার ডে
  • 1/9

প্রতি বছর ৩ সেপ্টেম্বর ন্যাশনাল স্কাইস্ক্র্যাপার ডে (National Skyscraper Day) বা জাতীয় গগনচুম্বি ইমারত দিবস পালন করা হয়। পৃথিবীজুড়ে এমন অনেক আকাশ ছোঁয়া অট্টালিকা রয়েছে। ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টদের কারিগরি কামাল দেখলে কুর্নিশ করতে হয়। এই দিন ওই সমস্ত মানুষদের কাজকে স্বীকৃতি দেওয়ার দিন হিসেবে পালন করা হয়।

ন্যাশনাল স্কাইস্ক্র্যাপার ডে
  • 2/9

৩ সেপ্টেম্বর দিনই কেন ন্যাশনাল স্কাইস্ক্র্যাপার ডে পালন করা হয়?

বিশ্বের বিখ্যাত অর্কিটেক্ট এবং মেন্টর রূপে পরিচিত লুই এইচ সুলিভান (Louis H. Sullivan) এর জন্ম দিন এই ৩ সেপ্টেম্বর। তাঁর জন্মদিনকেই ন্যাশনাল স্কাইস্ক্র্যাপার ডে হিসেবে পালন করা হয়। তিনি ১৮৫৬ সালে ব্রিটেনের বোস্টনের ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করেন তিনি। পৃথিবীর প্রথম গগনভেদী অট্টালিকা ১৮৮৫ সালে শিকাগোতে তিনিই তৈরি করেছিলেন। যাতে ১০টি তলা ছিল এবং ১৩৮ ফিট বা ৪২ মিটার উঁচু ছিল বিল্ডিংটি। এছাড়া তিনি এমন আরও বেশ কিছু বিল্ডিং, সেন্টার এবং অডিটোরিয়াম নির্মাণ করেছিলেন। যা সেই সময় কোনও চমৎকারের চেয়ে কম ছিল না। আসুন আজকে আমরা গোটা পৃথিবীর ওই সমস্ত ৭ টি উঁচু অট্টালিকা সম্পর্কে জেনে নিই, যা এপ্রিল ২০২২ পর্যন্ত সবচেয়ে উঁচু বলে গণ্য।

ন্যাশনাল স্কাইস্ক্র্যাপার ডে
  • 3/9

বুর্জ খালিফা Burj Khalifa), দুবাই

পৃথিবীর সর্বোচ্চ অট্টালিকা হল আরব আমিরশাহির দুবাইয়ের বুর্জ খলিফা। এর উচ্চতা ২৭১৭ ফিট। এটি বাস্তবে রূপায়িত হওয়ার পর দুবাই শহরের সৌন্দর্যের সংজ্ঞাই বদলে দিয়েছে। এর উদ্বোধন হয়েছে ২০১০ সালে।

Advertisement
ন্যাশনাল স্কাইস্ক্র্যাপার ডে
  • 4/9

সাংহাই টাওয়ার্স (Shanghai Tower) , চিন

প্রায় ২০৭৩ ফিট উঁচু, এটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ উঁচু অট্টালিকা। এটি চিনের পুডং জেলাতে অবস্থিত। এই ইমারত ১২৮ তলা এবং প্রায় ২৭০ টি উইন্ড টারবাইন রয়েছে এতে।

ন্যাশনাল স্কাইস্ক্র্যাপার ডে
  • 5/9

আব্রাজ আল ব্যাট ক্লক টাওয়ার (Abraj Al-Bait Clock Tower)

সৌদি আরবের আব্রাজ অল ব্যাট ক্লক টাওয়ার পৃথিবীর সবচেয়ে উঁচু অট্টালিকার মধ্যে তৃতীয় নম্বরে রয়েছে। এর উচ্চতা ১৯৭২ ফুট। এটি পৃথিবীর সবচেয়ে মহার্ঘ ইমারত বলেও পরিচিত। কারণ এতে এটি বানাতে ১৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে।

ন্যাশনাল স্কাইস্ক্র্যাপার ডে
  • 6/9

লোটে ওয়াল টাওয়ার (Lotte World Tower), দক্ষিণ কোরিয়া

এটির স্ট্রাকচার পৃথিবীর সবচেয়ে বড়। ইন্ডোর থিম পার্ক, লাক্সারি হোটেল, একটা আউটডোর পার্ক, শপিং মল এবং অনেক কিছু রয়েছে এর মধ্যে। দক্ষিণ কোরিয়ার সিওলে এটি অবস্থিত। এই টাওয়ারের উচ্চতা ১৮১৯ ফিট। যার মধ্যে ১৩৩ টি তলা রয়েছে।

ন্যাশনাল স্কাইস্ক্র্যাপার ডে
  • 7/9

ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার International Commerce Centre), হংকং

এটি হংকংয়ের পশ্চিম কাম্বলুন জেলা সিম স্যানসুইতে অবস্থিত। এটি হংকংয়ের সবচেয়ে উচু বিল্ডিং। ১০১ তলা উঁচু এই বিল্ডিংটি ২০১০-এ তৈরি হয়েছে যার উচ্চতা ১৫৮৮ ফিট।

Advertisement
ন্যাশনাল স্কাইস্ক্র্যাপার ডে
  • 8/9

পিং অ্যান্ড ফিনান্স সেন্টার (Ping an Finance Centre)

এই আকাশছোঁয়া অট্টালিকাটি পৃথিবীর ষষ্ঠ উঁচু অট্টালিকা এবং চিনের দ্বিতীয় উচু বিল্ডিং। ১৯৬৫ ফুট উঁচু এই অট্টালিকা বানাতে ৭ বছর সময় লেগেছে। ২০১০ এ তৈরি শুরু করার পর ২০১৭ তে এটি শেষ হয়। এর মধ্যে কনফারেন্স এবং রিটেল পোডিয়ামের সঙ্গে ১১৫ টি তলা রয়েছে।

ন্যাশনাল স্কাইস্ক্র্যাপার ডে
  • 9/9

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (World Trade Centre)

পৃথিবীর সপ্তম সবচেয়ে উঁচু বিল্ডিং এটি। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফ্রিডম টাওয়ার নামেও পরিচিত। এটি নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত।এটি ১৭৭৬ ফিট উঁচু। এর মধ্যে প্রায় ৭১ টি লিফট রয়েছে। যা প্রায় ২৩ মাইল প্রতি ঘন্টা গতিতে সহজেই চলতে পারে। একটি রিপোর্ট অনুযায়ী ১০২ তলা পর্যন্ত যেতে এই লিফটের এক মিনিট সময় লাগে। ১১ সেপ্টেম্বর ২০০১-এ জঙ্গি হানার পর ২০১৪-তে এটি ফের খুলে দেওয়া হয়।

Advertisement