scorecardresearch
 
Advertisement
স্পেশাল

নন্দীগ্রামের নাম বদলে এখন থেকে মমতাময়ী নগর, মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা গ্রামের

নন্দীগ্রাম এখন থেকে মমতাময়ী নগর
  • 1/12

বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে নিরাশ করেছে এক নন্দীগ্রাম। পুজোর ঠিক আগেই গ্রামে  বিদ্যুৎ সংযোগ পৌঁছাতেই রাতারাতি গ্রামের নাম বদলে ফেললো রাজ্যের অন্য এক নন্দীগ্রামের মানুষ। বিদ্যুৎ সংযোগের দৌলতে নন্দীগ্রামের নাম পাল্টে হয়ে গেল "মমতাময়ী নগর"।
 

নন্দীগ্রাম এখন থেকে মমতাময়ী নগর
  • 2/12

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত নন্দীগ্রামে কোনদিনই বিদ্যুৎ সংযোগ ছিল না। এই নিয়ে চরম ক্ষোভ ছিল এলাকাবাসীর মধ্যে।
অনেক দরবার করেও কোনও আশার আলো দেখতে পায়নি চির অন্ধকারে ডুবে থাকা নন্দীগ্রামের মানুষ। 

নন্দীগ্রাম এখন থেকে মমতাময়ী নগর
  • 3/12

যদিও দুর্গাপুজোর ঠিক আগ মুহুর্তেই শনিবার গ্রামের রাস্তায়  বিদ্যুৎ সংযোগ হতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে উৎসর্গ করা হলো গ্রামের নাম। সেই সাথে জেলার মানচিত্র থেকে চিরতরে মুছে গেল একটি নন্দীগ্রামের নাম।

Advertisement
নন্দীগ্রাম এখন থেকে মমতাময়ী নগর
  • 4/12

রাজ্যে পালাবদলের পর থেকে মুখ্যমন্ত্রীর নামে উৎসর্গ করে এখনও কোনও গ্রামের নাম বদলে ফেলার উদাহারণ নেই। সেদিক থেকে নন্দীগ্রামের নাম পাল্টে মুখ্যমন্ত্রীর নামের সাথে সামঞ্জস্য রেখে গোটা গ্রামের নাম বদলে ফেলার ঘটনা রাজনৈতিক ভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

নন্দীগ্রাম এখন থেকে মমতাময়ী নগর
  • 5/12

যদিও, গ্রামের রাস্তায় বিদ্যুৎ সংযোগ হলেও আপাতত গ্রামের মাত্র ১১ টি পরিবারে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। বিদ্যুৎ বন্টন কোম্পানির দাবি, আগামী কয়েক দিনের মধ্যে গ্রামের অন্য পরিবারগুলোও চিরতরে অন্ধকার মুছে দিয়ে প্রবেশ করবে বৈদ্যুতিক আলো।

নন্দীগ্রাম এখন থেকে মমতাময়ী নগর
  • 6/12

চলতি বছরে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলনেত্রী রাজ্যের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন। বিধানসভা নির্বাচনে তৃনমূল কংগ্রেস ২১৩টি আসনে জয়লাভ করলেও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান দলনেত্রী। পাশাপাশি বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার দুই ব্লকের এই নন্দীগ্রামের মানুষও নিরাশ করেছে তৃনমূল প্রার্থী লুইস কুজুরকে।

নন্দীগ্রাম এখন থেকে মমতাময়ী নগর
  • 7/12

তাই গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছতেই গ্রামবাসীররা গ্রামের নাম পাল্টে দিলেও আগামী নির্বাচনগুলোতে গ্রামের মানুষদের রাজনৈতিক চিন্তা ধারায় পরিবর্তন হয় কি না তা জানতেই এখন আগ্রহী জেলার রাজনৈতিক মহল।

Advertisement
নন্দীগ্রাম এখন থেকে মমতাময়ী নগর
  • 8/12

একে শারদীয়া উৎসবের আমেজ, তার উপর দীর্ঘ দিনের আলোর দাবি পূরণ করে গ্রামে ঢুকেছে বিদ্যুৎ সংযোগ। তাই শনিবার সকাল থেকেই গ্রামে আনন্দের জোয়ারে গা ভাসিয়েছেন আট থেকে আশি।

নন্দীগ্রাম এখন থেকে মমতাময়ী নগর
  • 9/12

এদিন বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হতেই একটি অনুষ্ঠানেরও আয়োজন করে গ্রামের মানুষ। সেখানেই গ্রামের নতুন নাম দিয়ে পোস্টার ফ্লেক্স বানিয়ে তা ঝুলিয়ে দেয় স্থানীয়রা। ঘন ঘন স্লোগান ওঠে নতুন গ্রামের নামে।

নন্দীগ্রাম এখন থেকে মমতাময়ী নগর
  • 10/12

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাসসরকার, তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিকবরাইক, চেয়ারম্যান মৃদুল গোস্বামী, জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

নন্দীগ্রাম এখন থেকে মমতাময়ী নগর
  • 11/12

প্রকাশ চিকবরাইক বলেন,সামান্য কিছুটা আইনি জটিলতায় গ্রামে বিদ্যুৎ সংযোগের কাজ আটকে ছিল। আমি অভিভূত। মানুষের আবেগকে সম্মান করছি। মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে গ্রামের মানুষ চেয়েছে নাম বদলের। আমরা তাদের সেই ইচ্ছেকে মর্যাদা দেব।

 

Advertisement
নন্দীগ্রাম এখন থেকে মমতাময়ী নগর
  • 12/12

গ্রামের মানুষ বলেন আমাদের এত দিনের স্বপ্ন সফল হয়েছে। তাই আমরা গ্রামের মানুষ নন্দীগ্রামের নাম মুছে দিয়ে দিদির নামে আমাদের গ্রামের নাম উৎসর্গ করেছি।

Advertisement