scorecardresearch
 
Advertisement
স্পেশাল

Football Village: এই গ্রামের প্রায় সকলেই সরকারি চাকরি করেন, কর্মসংস্থান জোটায় ফুটবল!

Football Village: এই গ্রামের প্রায় সকলেই সরকারি চাকরি করেন, কর্মসংস্থান জোটায় ফুটবল!
  • 1/6

আট থেকে আশি— একটা গ্রামের প্রায় সকলেরই ধ্যান, জ্ঞান শুধু ফুটবল! কারণ, ফুটবলই হল এই গ্রামের মানুষের কাছে চাকরি জোটানোর ‘সর্ট কাট’ উপায়!

Football Village: এই গ্রামের প্রায় সকলেই সরকারি চাকরি করেন, কর্মসংস্থান জোটায় ফুটবল!
  • 2/6

এই গ্রামের অধিকাংশ পরিবারের বেশির ভাগ সদস্যই সরকারি চাকরি করেন। চাকরি জোটে ফুটবলের দৌলতেই। তাই পড়াশোনার চেয়ে এই গ্রামে ফুটবলকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

Football Village: এই গ্রামের প্রায় সকলেই সরকারি চাকরি করেন, কর্মসংস্থান জোটায় ফুটবল!
  • 3/6

শুনতে অবাক লাগলেও এমনই ছবি ধরা পড়ে রাজস্থানের উদয়পুরের জাওয়ার মাইনস (Zawar Mines) গ্রামে। ফুটবলই এই গ্রামে বেঁচে থাকার, অন্ন সংস্থানের একমাত্র রসদ।

Advertisement
Football Village: এই গ্রামের প্রায় সকলেই সরকারি চাকরি করেন, কর্মসংস্থান জোটায় ফুটবল!
  • 4/6

রাজস্থানের উদয়পুরের এই গ্রামটি ফুটবলের গ্রাম বা ‘Football Village’ নামেই বেশি পরিচিত। বিগত ৪৩ বছর ধরে এখানে একটি ফুটবল টুর্নামেন্ট হয় জাঁক-জমক করে। এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় সেনা, রেল, ব্যাঙ্ক, বিমান, পুলিস-সহ বিভিন্ন সরকারি ক্ষেত্র থেকে নির্বাচিত দল একাধিক দল।

Football Village: এই গ্রামের প্রায় সকলেই সরকারি চাকরি করেন, কর্মসংস্থান জোটায় ফুটবল!
  • 5/6

গ্রামবাসীরা জানিয়েছেন, ফুটবল ছাড়া এই জাওয়ার মাইনস (Zawar Mines) গ্রামে অন্য কোনও খেলাই হয় না। এখানে ফুটবলের আসর বসলে মহিলা-শিশু-সহ গোটা গ্রাম ভিড় করেন খেলার মাঠে।

Football Village: এই গ্রামের প্রায় সকলেই সরকারি চাকরি করেন, কর্মসংস্থান জোটায় ফুটবল!
  • 6/6

করোনা মহামারির কারণে ফুটবল টুর্নামেন্টে ভাঁটা পড়লেও রাজস্থানের উদয়পুরের এই গ্রামটির বাসিন্দাদের ফুটবল-প্রীতি এখনও আগের মতোই অটুট রয়েছে।

Advertisement