Advertisement
স্পেশাল

Surya Grahan 2025 Exact Time: মহালয়ায় বছরের শেষ সূর্যগ্রহণ, আপনার ছাদ থেকে দেখা যাবে?

Solar Eclipse
  • 1/10

বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হতে চলেছে ২১ সেপ্টেম্বর, রবিবার। 
 

Solar Eclipse
  • 2/10

এটি আংশিক সূর্যগ্রহণ হবে। যেখানে চাঁদ সূর্যের একাংশকে ঢেকে দেবে, সূর্যকে দেখা যাবে অর্ধচন্দ্রাকার রূপে। 
 

Solar Eclipse
  • 3/10

যদিও বছরের শেষ সূর্যগ্রহণ ভারত থেকে দেখার সৌভাগ্য হবে না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও অ্যান্টার্কটিকা থেকে দেখতে পাওয়া যাবে। 
 

Advertisement
Solar Eclipse
  • 4/10

সূর্যগ্রহণ শুরু হবে রবিবার, ২১ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১১টা থেকে আর এই গ্রহণের মধ্য সময় রাত ১টা ১১ মিনিটে। 
 

Solar Eclipse
  • 5/10

আংশিক সূর্যগ্রহণ শেষ হবে ২২ সেপ্টেম্বর ভোররাত ৩টে ২২ মিনিটে। 
 

Solar Eclipse
  • 6/10

কন্যা রাশিতে এই গ্রহণ হতে চলেছে। তবে ভারত থেকে এই জাগতিক দৃশ্য দেখা যাবে না। 

Solar Eclipse
  • 7/10

ভারতে এই গ্রহণ যেহেতু দেখা যাবে না তাই এর সূতক কাল দেশে মানা হবে না।

Advertisement
Solar Eclipse
  • 8/10

জ্যোতিষ মতে, ১২২ বছর পর সূর্য গ্রহণ খুবই দুর্লভ সংযোগে হতে চলেছে। আসলে বহু বছর পর পিতৃপক্ষের সূচনা গ্রহণ দিয়ে হয় আর পিতৃপক্ষের শেষও গ্রহণ দিয়েই হচ্ছে। 
 

Solar Eclipse
  • 9/10

সূর্য গ্রহণে সূর্য, চন্দ্র ও বুধের সংযোগ তৈরি হবে। অপরদিকে, রাহু ও কেতুর অংশ কুম্ভ ও সিংহ রাশিতে প্রভাবশালী হবে। 
 

Solar Eclipse
  • 10/10

বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ২৯ মার্চ। এই গ্রহণও ভারত থেকে দেখা যায়নি।  
 

Advertisement