বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হতে চলেছে ২১ সেপ্টেম্বর, রবিবার।
এটি আংশিক সূর্যগ্রহণ হবে। যেখানে চাঁদ সূর্যের একাংশকে ঢেকে দেবে, সূর্যকে দেখা যাবে অর্ধচন্দ্রাকার রূপে।
যদিও বছরের শেষ সূর্যগ্রহণ ভারত থেকে দেখার সৌভাগ্য হবে না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও অ্যান্টার্কটিকা থেকে দেখতে পাওয়া যাবে।
সূর্যগ্রহণ শুরু হবে রবিবার, ২১ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১১টা থেকে আর এই গ্রহণের মধ্য সময় রাত ১টা ১১ মিনিটে।
আংশিক সূর্যগ্রহণ শেষ হবে ২২ সেপ্টেম্বর ভোররাত ৩টে ২২ মিনিটে।
কন্যা রাশিতে এই গ্রহণ হতে চলেছে। তবে ভারত থেকে এই জাগতিক দৃশ্য দেখা যাবে না।
ভারতে এই গ্রহণ যেহেতু দেখা যাবে না তাই এর সূতক কাল দেশে মানা হবে না।
জ্যোতিষ মতে, ১২২ বছর পর সূর্য গ্রহণ খুবই দুর্লভ সংযোগে হতে চলেছে। আসলে বহু বছর পর পিতৃপক্ষের সূচনা গ্রহণ দিয়ে হয় আর পিতৃপক্ষের শেষও গ্রহণ দিয়েই হচ্ছে।
সূর্য গ্রহণে সূর্য, চন্দ্র ও বুধের সংযোগ তৈরি হবে। অপরদিকে, রাহু ও কেতুর অংশ কুম্ভ ও সিংহ রাশিতে প্রভাবশালী হবে।
বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ২৯ মার্চ। এই গ্রহণও ভারত থেকে দেখা যায়নি।