Advertisement
স্পেশাল

Gold Reserve List Of The World: সবচেয়ে বেশি সোনা কোন দেশের কাছে, গোল্ড রিজার্ভে কত নম্বরে ভারত ?

সোনার স্টক
  • 1/10

Gold Reserve List Of The World: ভারতের কাছে কত সোনা স্টক করা আছে? এই প্রশ্ন আমাদের মধ্যে নিশ্চয়ই কখনও না কখনও ঘুরপাক খেয়েছে। কোন দেশের কাছে সবচেয়ে বেশি শোনা আছে তা জানা আছে কি? আসুন আমরা জানার চেষ্টা করি।

সোনার স্টক
  • 2/10

গোল্ড এর দাম গত কিছু মাস থেকে উর্ধুমুখী মন্দার এখনকার মধ্যে সোনার দাম বেড়ে চলেছে।

সোনার স্টক
  • 3/10

সব দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক গোল্ড জমা রাখতে পারে। সোনার ব্যবহার হ্যাজ ফান্ডের হিসেবে করা যায়।

Advertisement
সোনার স্টক
  • 4/10

ওয়ার্ল্ড এবং স্ট্যাটিসটিক্স টুইটারে গোটা পৃথিবীর সোনার রিজার্ভের লিস্ট জারি করেছে।

সোনার স্টক
  • 5/10

পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বেশি সোনার ভান্ডার আমেরিকার কাছে রয়েছে। তাদের কাছে ৮১৩৩ মেট্রিক টন গোল্ড রয়েছে।

সোনার স্টক
  • 6/10

আমেরিকার পর সবচেয়ে বেশি সোনা জমা করা আছে জার্মানির কাছে। তাদের কাছে ৩৩৫৫ মেট্রিক টন গোল্ড রয়েছে।

সোনার স্টক
  • 7/10

২৪৫২ মেট্রিক টন গোল্ড রিজার্ভের সঙ্গে ইটালি তৃতীয় স্থানে এবং ২২৯৯ মেট্রিক টন গোল্ড রিজার্ভের সঙ্গে ফ্রান্স চতুর্থ নম্বর রয়েছে।

Advertisement
সোনার স্টক
  • 8/10

চিনের কাছে ২০১১ টন গোল্ড রিজার্ভ রয়েছে সুইজারল্যান্ডের কাছে ১০৪০ টন এবং জাপানের কাছে ৮৪৬ টন রিজার্ভ আছে।

সোনার স্টক
  • 9/10

এই লিস্টে ভারত নবম স্থানে রয়েছে। ভারতের কাছে ৭৮৭ টন গোল্ড রিজার্ভে রয়েছে। গোল্ড রিজার্ভের মাত্রা কম বেশি হতে থাকে।

 

সোনার স্টক
  • 10/10

ভারতের পর এই লিস্টে নেদারল্যান্ড, তুর্কি, সৌদি আরব, ইউকে, স্পেন, পোল্যান্ড, সিঙ্গাপুর, ব্রাজিল এবং সুইডেন আছে।

Advertisement