scorecardresearch
 

Bangla Dhadha : চার পায়ে বসি আর আট পায়ে চলি, বাঘ-সিংহ না হলেও আস্ত মানুষ গিলি; বলুন তো কী?

ধাঁধার উত্তর খোঁজার জন্য মগজাস্ত্রের ব্যবহারও প্রচুর পরিমানে করত হয়, ফলে মস্তিষ্ক উর্বরও হয়। পারিবারিক আড্ডা, স্কুলের টিফিনে অনেক সময়ই বসতো ধাঁধার (Bengali Puzzle) আসার, যেগুলির উত্তর খুঁজতে রীতিমতো মাথা ঘামাতে হত। এই প্রতিবেদনেও নিয়ে আসা হয়েছে তেমনই কিছু ধাঁধা (Bengali Puzzle With Answer), যেগুলি শুনতে কঠিন লাগলেও আসলে উত্তরগুলি খুবই সোজা। যদি সেগুলির উত্তর দিতে পারেন, তাহলে আপনি নিঃসন্দেহে জিনিয়াস (Bangla Dhadha With Answer)। 

প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ধাঁধা খুব মজার খেলা
  • উত্তর দিতে প্রয়োজন বুদ্ধির
  • পারবেন এগুলির উত্তর দিতে?

ছোটবেলায় ধাঁধার (Bangla Dhadha) উত্তর খোঁজা চেষ্টা প্রায় আমরা সকলেই করেছি। দুই বা চার লাইনের ছড়ার মধ্যে দিয়ে সেই সব ধাঁধার উত্তর খুঁজতে মন্দ লাগতো না। কখনও আবার সহজ কিছু প্রশ্নের মধ্যেই চালাকি করে লোকানো থাকত উত্তর। আর সবচেয়ে বড় কথা, ধাঁধার উত্তর খোঁজার জন্য মগজাস্ত্রের ব্যবহারও প্রচুর পরিমানে করত হয়, ফলে মস্তিষ্ক উর্বরও হয়। পারিবারিক আড্ডা, স্কুলের টিফিনে অনেক সময়ই বসতো ধাঁধার (Bengali Puzzle) আসার, যেগুলির উত্তর খুঁজতে রীতিমতো মাথা ঘামাতে হত। এই প্রতিবেদনেও নিয়ে আসা হয়েছে তেমনই কিছু ধাঁধা (Bengali Puzzle With Answer), যেগুলি শুনতে কঠিন লাগলেও আসলে উত্তরগুলি খুবই সোজা। যদি সেগুলির উত্তর দিতে পারেন, তাহলে আপনি নিঃসন্দেহে জিনিয়াস (Bangla Dhadha With Answer)। 

১.  সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বা রবিবার শব্দটি ব্যবহার না করে কীভাবে টানা তিনদিনের নাম বলা যায়?

২. দুই অক্ষরে নাম তার বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়।

৩. বলতে পার কোন সে দেশ সূর্য উঠে না, কোন সে দেশে জলও নাই, মানুষ থাকে না।

৪. আম নয়, জাম নয়, গাছে নাহি ফলে, তবু সবাই তারে ফল নামে বলে।

৫. চার পায়ে বসি আর আট পায়ে চলি, বাঘ-সিংহ না হলেও আস্ত মানুষ গিলি।

৬. উল্টোলে ধাতু হয়, সোজাতে জননী, কোন শব্দ বলে তাকে, বলতো শুনি। 

৭. আসবে তারা যাদের স্বভাব, ভাত ছড়াবে হবে না অভাব। 

৮. চাই নাকো তবু খাই, বেশি খেলে মারা যাই।

৯. জলে রই স্থলে রই জল বিনা কিছু নই। 

১০. মাংস, পালক, আঁশ বা হাড় নেই, তবুও তার নিজস্ব আঙুল রয়েছে, কী বলুন তো?

ধাঁধার উত্তর - গতকাল, আজ এবং আগামীকাল, পান, সন্দেশ, পরীক্ষার ফল, পালকি, মাতা, কাক, প্রহার, বরফ, হাতমোজা।

আরও পড়ুন - 'ওঁকেই সাক্ষী হিসেবে ট্রিট করা হোক,' ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিশানা কুণালের