ছোটবেলায় ধাঁধার কথা মনে আছে? ধাঁধা হল ভীষণ বুদ্ধির খেলা। ছোটবেলায় আমরা প্রায় সবাই ধাঁধার আসরে যোগ দিয়েছি এবং তার উত্তর খোঁজার চেষ্টা করেছি। দু-চার লাইনের ছড়ার মধ্যে দিয়ে সেই সব ধাঁধার উত্তর খুঁজতে বেশ ভালই লাগত। কখনও আবার সহজ কিছু প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকত ধাঁধার উত্তর। আর সবচেয়ে বড় কথা, ধাঁধার (Bangla Dhadha) উত্তর খোঁজার জন্য মগজাস্ত্রের ব্যবহারও প্রচুর পরিমানে করত হয়। যাঁর মস্তিষ্ক উর্বর, সে-ই খুঁজে বের করতে পারে ধাঁধার উত্তর। আজও পারিবারিক আড্ডায় কখনও কখনও বসে ধাঁধার (Bengali Puzzle) আসর, যেগুলির উত্তর খুঁজতে রীতিমতো মাথা ঘামাতে হয়। এই প্রতিবেদনেও আপনার জন্য নিয়ে আসা হয়েছে তেমনই কিছু ধাঁধা (Bangla Dhadha Uttor Soho), যেগুলি শুনতে কঠিন লাগলেও আসলে উত্তরগুলি খুবই সোজা। চলুন দেখা যাক আপনি পারেন কি না উত্তর দিতে।
১. মাঝখানেতে একটু পানি, চুনকাম করা ঘর, ভেঙে গড়তে বললে, গায়ে আসে জ্বর।
২. কাজ করি শুঁড় দিয়ে, নই আমি হাতি, পরের উপকার করি, তাও খাই লাথি।
৩. অর্ধচন্দ্র তার দেহের গঠন, গাছপালা কাটে সে সর্বক্ষণ।
৪. কোন বিদেশি ভাষা, নাম চার অক্ষরে, দ্বিতীয় অক্ষর কেটে দিলে, জলে বাস করে।
৫. কাটলে ছোট হয় না, যায় শুধু বেড়ে, অনেকখানি কাটলে দেখবে, জল আছে পড়ে।
৬. আকাশেতে ঝিকিমিকি, চৌতলায় তার বাসা, তাকে আবার খাইতে মানুষের বড় আশা।
৭. বলুন তো একজন নারী কী করে ৩০ দিন না ঘুমিয়ে কাটাতে পারে?
৮. ১০ জন মানুষ ১০ ঘণ্টায় ইট দিয়ে একটি দেওয়াল তৈরি করল, ওই দেওয়ালটি চার জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে?
৯. ব্রেকফাস্টে আপনি কী কখনওই খেতে পারবেন না?
১০. বলতো এমন কোন বস্তু যা পৃথিবীতে নেই, তবুও তোমার আমার মুখের কথায় উঠে আসে সে-ই।
ধাঁধার উত্তর - ডিম, ঢেঁকি, কাস্তে, ইংলিশ, পুকুর, হুক্কা, রাতে ঘুমিয়ে, যেহেতু দেওয়ালটি ইতিমধ্যেই তৈরি তাই আর কোনও সময় লাগবে না, লাঞ্চ এবং ডিনার, ঘোড়ার ডিম।
আরও পড়ুন - এই বছরেই মীনে প্রবেশ রাহু-কেতুর, ৪ রাশির জীবনে মহাপ্রলয়; রইল প্রতিকার