'ইন্ডিয়া টুডে @ ৫০' তথ্যচিত্রটি প্রতিষ্ঠানের গৌরবময় ৫০ বছরের ইতিহাস তুলে ধরেছে ঐতিহ্যের সঙ্গে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করল ইন্ডিয়া টুডে মিডিয়া গ্রুপ। দীর্ঘ ৫ দশকের এই সফরে অনেক মাইলস্টোন অতিক্রম করেছে দেশের এই নামজাদা সংবাদমাধ্যম প্রতিষ্ঠান। এই সময়কালের মধ্যে অনেক তিক্ত-মধুর অভিজ্ঞতার সাক্ষীও থাকতে হয়েছে। আর তা লিপিবদ্ধ রাখতে 'India Today@50' নামে পাঁচ পর্বের বিশেষ তথ্যচিত্র তৈরি করেছে সংস্থা। যার মধ্যে প্রথম পর্বটি প্রকাশিত হয়েছে গত শনিবার। ১৯৭৫ থেকে ১৯৮৫, এই সময়কালকে আধুনিক ভারতের ইতিহাসের সবথেকে অশান্ত পর্ব বলে মনে করা হয়। তাই তুলে ধরা হয়েছে এই পর্বে।
এই সময়কালের মধ্যেই দেশে জরুরী অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এছাড়াও অমৃতসরের স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার, ইন্দিরা গান্ধীর হত্যা, শিখদের বিরুদ্ধে হিংসার মতো ঘটনার সাক্ষী থেকেছিল গোটা দেশ। সেই সময়ের রাজনৈতিক অস্থিরতা ভারতীয় গণতন্ত্র ও সংবাদমাধ্যমকে পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। দেশের গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা-অধিকার খর্ব করা হয়েছিল। জেলে পাঠানো হয়েছিল নেতাদের, সংবাদমাধ্যমকে সেন্সরশিপের কবলে পড়তে হয়েছিল। সেই সবই তুলে ধরা হয়েছে প্রকাশিত তথ্যচিত্রে।
ঠিক এমনই এক প্রেক্ষাপটে জন্ম হয়েছিল ইন্ডিয়া টুডের। এই তথ্যচিত্রে ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের তৎকালীন সম্পাদক শেখর গুপ্ত ও কাবেরী বামজি সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। জরুরি অবস্থার সময় ম্য়াগাজিন চালু করা যে কতটা ঝুঁকিপূর্ণ কাজ ছিল, তা বর্ণনা করেছেন তাঁরা। তথ্যচিত্রে ব্যবহার করা হয়েছে আর্কাইভ থেকে সংগ্রহ করা ছবি, উপাদান। যা দেখলে বোঝা যায়, একটা ছোটো, তরুণদের উদ্যমী দল কীভাবে সাংবাদিকতাকে বাঁচিয়ে রেখেছিলেন। তথ্যচিত্রে সেই সময়ের ম্যাগাজিনের সম্পাদকীয় বিভাগের শৃঙ্খলার কথা তুলে ধরেছেন ইন্ডিয়া টুডে গ্রুপের চেয়ারম্যান অরুণ পুরী।
তিনি ব্যাখ্যা করেন, সেই অস্থির সময়ে কীভাবে প্রতিটা স্টোরির জন্য সাংবাদিক ও লেখকদের সচেতন থাকতে হত, বিচার-বিবেচনা করতে হত। সেই স্টোরির প্রভাব কী পড়বে, তা নিয়ে নিশ্চিত হয়ে তবেই প্রকাশ করা হত। শক্তিশালী নিখুঁত লেখার ক্ষমতা ও ভিজ্যুয়াল স্টোরি রাইটিংয়ের মিশেলে উপস্থাপন করা হত স্টোরি। তাই তা সাফল্য পেত। 'India Today@50' তথ্যচিত্রের প্রথম পর্বে জরুরি অবস্থা, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে আন্দোলন, বিরোধী নেতাদের গ্রেফতার ও ১৯৭৭ সালের নির্বাচনের মতো ঘটনাবলীকেও স্থান দেওয়া হয়েছে এই তথ্যচিত্রে।
জরুরি অবস্থা সাংবাদিকতার নয়া পথ খুলে দিয়েছিল। অনুসন্ধানী ও দীর্ঘমেয়াদি সাংবাদিকতা দিশা পেয়েছিল। সেজন্য এই তথ্যচিত্রে জায়গা করে দেওয়া হয়েছে সমসাময়িক সামাজিক রূপান্তরকেও। আসলে রাজনীতির বাইরে খবরের জগৎ তখন ডানা মেলছিল। বলিউডে ততদিনে এসে গেছেন 'অ্যাংরি ইয়ং ম্যান'। তাঁর উত্থান থেকে শুরু করে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়- কীভাবে দেশের মানুষকে প্রভাবিত করেছিল, তারও বর্ণনা রয়েছে। তখন থেকেই মানুষের কথা তুলে ধরা, ব্যবসার খবর প্রকাশ ও ফটো সাংবাদিকতা শুরু করে ইন্ডিয়া টুডে।
'India Today@50' সিরিজের প্রতিটি তথ্যচিত্র পাঁচ সপ্তাহ ধরে একে একে প্রচারিত হবে। দেওয়া হল সময়সূচি-
পর্ব ১: ১৩ ডিসেম্বর (শনিবার) রাত ৮টায়, পুনরাবৃত্তি ১৪ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় এবং রাত ৯টায়।
পর্ব ২: ২০ ডিসেম্বর (শনিবার) রাত ৮টায়, পুনরাবৃত্তি ২১ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় এবং রাত ৯টায়।
পর্ব ৩: ২৭ ডিসেম্বর (শনিবার) রাত ৮টায়, পুনরাবৃত্তি ২৮ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টা এবং রাত ৯টায়।
পর্ব ৪: ৩ জানুয়ারী (শনিবার) রাত ৮টায়, পুনরাবৃত্তি ৪ জানুয়ারী (রবিবার) সকাল ১০টা এবং রাত ৯টায়।
পর্ব ৫: ১০ জানুয়ারী (শনিবার) রাত ৮টায়, পুনরাবৃত্তি ১১ জানুয়ারী (রবিবার) সকাল ১০টা এবং রাত ৯টায়।