Police Uniform in India: ভারতে পুলিশের অনেক পুরনো ইতিহাস রয়েছে। দেশজুড়েই পুলিশের যে খাকি ইউনিফর্ম, এ নিয়েও রয়েছে দীর্ঘ ইতিহাস।পুলিশকে শনাক্তকরণ করা হয় তাদের খাকি ইউনিফর্ম দিয়ে। পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের মানুষ দূর থেকেই চিনে ফেলেন তাদের ইউনিফর্মের কারণে। পুলিশের ইউনিফর্মের রং খাকি। কিন্তু অনেকের মনে এও প্রশ্ন জাগে যে, পুলিশরা খাকি ইউনিফর্ম পরে কেন? জেনে নিন।
যে কোনও রাজ্য-জেলায় আইনশৃঙ্খলা জোরদার করা পুলিশের দায়িত্ব। তাদের খাকি ইউনিফর্ম দ্বারা সাধারণ জনগণের কাছে পরিচিত পুলিশরা। আসলে পুলিশের খাকি ইউনিফর্মের ইতিহাস ব্রিটিশ আমলের সঙ্গে জড়িত। ভারত যখন ব্রিটিশ শাসিত ছিল তখনই পুলিশ ব্যবস্থা চালু হয়েছিল। সে সময় ব্রিটিশ পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ পোশাক পরে কাজ করতেন। কিন্তু কিছু সময় পর তাদের জন্য সাদা ইউনিফর্ম ঠিক করা হয়।
কীভাবে শুরু হল পুলিশের খাকি ইউনিফর্ম?
এরপর ব্রিটিশ শাসনে ভারতে পুলিশ সদস্যরা সাদা ইউনিফর্ম পরতে শুরু করে। কিন্তু এই ইউনিফর্ম নিয়েও একটা সমস্যা দেখা দেয়, সেটা হল, পুলিশ সদস্যদের সাদা ইউনিফর্ম ডিউটি করার সময় খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেত। যা দেখতে খুব খারাপ লাগত। এমনকি সাদা ইউনিফর্মে ছোট ছোট দাগও স্পষ্ট দেখা যেত। এতে ব্রিটিশ পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা খুবই বিচলিত হয়ে পড়তেন। সাদা কাপড় ধুতে অনেক পরিশ্রমও করতে হত।
ফলে নোংরা আড়াল করতে পুলিশ সদস্যরা তাদের ইউনিফর্ম বিভিন্ন রঙে রাঙাতে থাকে। যে কারণে পুলিশ সদস্যদের ইউনিফর্ম নানা রঙে দেখা দিতে শুরু করে। তা দেখে ব্রিটিশ অফিসাররা ক্ষুব্ধ, বিচলিত হয়ে পড়েন। ১৮৪৭ সালে, ব্রিটিশ অফিসার স্যার হ্যারি লুমসডেনের পরামর্শে, পুলিশের ইউনিফর্মটি হালকা হলুদ এবং বাদামী রঙে রাঙানো হয়েছিল। তারপর চা পাতা, জল ব্যবহার করে সুতির কাপড়ের রং রঞ্জকের মতো তৈরি করে ইউনিফর্মের ওপর লাগানো হতো। যার ফলে ইউনিফর্মের রং খাকি হয়ে যায়।
ইউনিফর্ম খাকি হয়ে যাওয়ায় তাতে দাগ, ধুলোর চিহ্ন কম দেখা যায়। তাই স্যার হ্যারি লুমসডেন আনুষ্ঠানিকভাবে খাকি রঙের ইউনিফর্ম গ্রহণ করেন। তাঁর সুপারিশে, ১৮৪৭ সালে, ভারতের ব্রিটিশ পুলিশে খাকি রঙের ইউনিফর্ম গৃহীত হয়। সেই থেকে ভারতে পুলিশের ইউনিফর্মের রং খাকি।
কলকাতায় পুলিশ পরে সাদা ইউনিফর্মই
কলকাতাই দেশের একমাত্র শহর যেখানে এখনও সমস্ত পুলিশ সদস্যরা সাদা ইউনিফর্ম পরে। এমনকি পশ্চিমবঙ্গের যতগুলি পুলিশ কমিশনারেট রয়েছে সেগুলির পোশাকও সাদা। তবে দেশের সব রাজ্যেই মূল পুলিশের ইউনিফর্মের রং খাকিই হয়।