scorecardresearch
 

Surya Grahan 2021: কী ভাবে দেখবেন Ring of Fire, জানুন এখানে

১০ জুন দুপুর ১টা বেজে ৪২ মিনিট থেকে সন্ধে ৬টা ৪১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই এই গ্রহণ কাল। আমেরিকার উত্তর ভাগ, ইউরোপ এবং এশিয়া থেকে আংশিক ভাবে দেখা যাবে। কানাডা, গ্রিনল্যান্ড এবং রাশিয়ার উত্তরভাগ থেকে পূর্ণ গ্রহণ দেখা যাবে। ভারত থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। ভারতের অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে। দেশের বাকি অংশে দেখা যাবে না।

Advertisement
রিং অফ ফায়ার রিং অফ ফায়ার
হাইলাইটস
  • ২৬ মে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ১৫ দিন পর ফের একবার গ্রহণ।
  • ১০ জুন দুপুর ১টা বেজে ৪২ মিনিট থেকে সন্ধে ৬টা ৪১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই এই গ্রহণ কাল।

১০ জুন বছরের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse)। ২৬ মে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ১৫ দিন পর ফের একবার গ্রহণ। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এ বছর চারটি গ্রহণ রয়েছে। ২টি চন্দ্রগ্রহণ। ২টি সূর্যগ্রহণ। ২৬ মে বৈশাখী পূর্ণিমায় প্রথম চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে। বছরের প্রথম সূর্যগ্রহণ ভারত থেকে আংশিক দেখা যাবে। পূর্ণগ্রাস না হলেও রিং অফ ফায়ার গ্রহণ হবে এটি। অর্থাৎ চাঁদ সূর্যের ৯৯ শতাংশ ঢেকে দেবে।

১০ জুন দুপুর ১টা বেজে ৪২ মিনিট থেকে সন্ধে ৬টা ৪১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই এই গ্রহণ কাল। আমেরিকার উত্তর ভাগ, ইউরোপ এবং এশিয়া থেকে আংশিক ভাবে দেখা যাবে। কানাডা, গ্রিনল্যান্ড এবং রাশিয়ার উত্তরভাগ থেকে পূর্ণ গ্রহণ দেখা যাবে। ভারত থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। ভারতের অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে। দেশের বাকি অংশে দেখা যাবে না।

এখানে ক্লিক করে দেখতে পারেন Ring Of Fire:

দেশের বেশিরভাগ অংশ থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে না। তবে তা নিয়ে মন খারাপ করবেন না। আপনি অনলাইনে এই দৃশ্যের সাক্ষী থাকতে পারেন। আগামী ১০ জুন বছরের প্রথম সূর্য গ্রহণ উপলক্ষে লাইভ স্ট্রিম লিঙ্ক আপলোড করেছে Timeanddate.com. উপরে সেই লিঙ্ক দেওয়া হল। আফনারা এখানে ক্লিক করেই দেখতে পারবেন সেই মহাজাগতিক দৃশ্য।

বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে ৪ ডিসেম্বর। মূলত দক্ষিণ গোলার্ধে এই গ্রহণ দেখা যাবে। আন্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে ১৯ নভেম্বর। দুপুর সাড়ে ১১টা থেকে গ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৫টা ৩৩ মিনিট পর্যন্ত। এটি আংশিক চন্দ্রগ্রহণ হবে। ভারত, আমেরিকা, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চয় থেকে দেখা যাবে।

Advertisement

 

Advertisement