scorecardresearch
 

Swami Vivekananda Top 10 Quotes : 'শুধু বড় লোক হয়ো না, বড় মানুষ হও', স্বামীজির ১০ বার্তা; যা আমাদের আজও অনুপ্রাণিত করে

National Youth Day 2023 : এবছর উদযাপিত হচ্ছে স্বামীজির ১৬০ তম জন্মবার্ষিকী (Swami Vivekananda Birthday)। এই দিনটি আবার জাতীয় যুব দিবস (National Youth Day 2023) হিসেবেও পালন করা হয়। নিজের জীবন ও কর্মের মধ্যে দিয়ে বারেবারেই যুবসমাজ তথা দেশের তরুণ প্রজন্মকে দিশা দেখিয়েছেন তিনি।

Advertisement
স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ
হাইলাইটস
  • আজ স্বামীজির জন্মদিন
  • উদযাপিত হচ্ছে জাতীয় যুব দিবসও
  • স্বামীজির সেরা ১০ বাণী রইল এখানে

আজ ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন। এবছর উদযাপিত হচ্ছে স্বামীজির ১৬০ তম জন্মবার্ষিকী (Swami Vivekananda Birthday)। এই দিনটি আবার জাতীয় যুব দিবস (National Youth Day 2023) হিসেবেও পালন করা হয়। নিজের জীবন ও কর্মের মধ্যে দিয়ে বারেবারেই যুবসমাজ তথা দেশের তরুণ প্রজন্মকে দিশা দেখিয়েছেন তিনি। তাঁর বাণী (National Youth Day Quotes) তথা বার্তা আরও দেশের যুব সম্প্রদায়কে সঠিক পথে চলার উৎসাহ জোগায়। অর্থাৎ যুব সম্প্রদায়কে ভাল মন্দ, ঠিক ভুলের মধ্যে পার্থক্য বোঝার শিক্ষাই দিয়েছেন তিনি। আদর্শ ঠিক রেখে কীভাবে নিজের লক্ষ্যে অবিচল থাকতে হয়, তাও শিখিয়েছেন তিনি। তাই এই পুণ্যলগ্নে আরও একবার মনে করা যাক স্বামীজির সেরা ১০ বার্তা (Swami Vivekananda Top 10 Quotes)। 

১. "যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে"।

২. "একদিনে বা এক বছরে সফলতার আশা কোরো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো"। 

৩. "বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি"।

৪. "সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে"।

৫. "শুধু বড় লোক হয়ো না, বড় মানুষ হও"। 

৬. "ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না, যতক্ষণ না তুমি সফল হচ্ছ"। 

৭. "নিজের উপর বিশ্বাস না এলে, ঈশ্বরের উপর বিশ্বাস আসে না"।

৮. "যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যত দিন বেঁচে আছো শিখতে থাকো"।

৯. "সব শক্তিই আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল, দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন"। 

Advertisement

১০. "কখনও না বোলোনা, কখনও বোলোনা আমি করতে পারবোনা। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে,তুমি সব কিছুই করতে পারো"।

আরও পড়ুন - মকরে জয়দেব যাচ্ছেন? পুণ্যস্নান সেরে ঘুরে নিন এই জায়গাগুলিও


 

Advertisement