Tomato Latest Price India: অগ্নিমূল্যের মধ্যেও এই শহরে টমেটো ২৫ টাকা কেজি, অন্য শহরে কোথায় কত দাম?

Tomato Latest Price India: টমেটোর দাম যেভাবে বেড়েছে তাতে খদ্দেরদের রাতের ঘুম উড়ে গিয়েছে। লোকেরা দাম জিজ্ঞেস করে টমেটো কেনার ইচ্ছে ত্যাগ করছেন। কেউ যদি কেনেনও তাহলেও আগে যাঁরা এক কিলো কিনতেন, তাঁরা আড়াইশো গ্রাম কিনে চলে যাচ্ছেন। যাঁরা সবজি বাজারে গিয়ে ১ কিলো টমেটো কিনছেন তাঁদের দিকে আশপাশের লোকজন ঘুরে ঘুরে তাকাচ্ছে। এর মধ্যে কয়েকটি শহরে আশ্চর্যভাবে দাম কম।

Advertisement
অগ্নিমূল্যের মধ্যেও এই শহরে টমেটো ২৫ টাকা কেজি, অন্য শহরে কোথায় কত দাম?অগ্নিমূল্যের মধ্যেও এই শহরে টমেটোর ২৫ টাকা কেজি, অন্য শহরে কোথায় কত দাম?
হাইলাইটস
  • অগ্নিমূল্যের মধ্যেও এই শহরে
  • টমেটোর ২৫ টাকা কেজি
  • অন্য শহরে কোথায় কত দাম?

Tomato Latest Price India: বৃষ্টি বা বর্ষার মরশুমে সবজির দাম স্বাভাবিকভাবেই কিছুটা বাড়ে। কিন্তু টমেটোর দাম যেভাবে বেড়েছে তাতে খদ্দেরদের রাতের ঘুম উড়ে গিয়েছে। লোকেরা দাম জিজ্ঞেস করে টমেটো কেনার ইচ্ছে ত্যাগ করছেন। কেউ যদি কেনেনও তাহলেও আগে যাঁরা এক কিলো কিনতেন, তাঁরা আড়াইশো গ্রাম কিনে চলে যাচ্ছেন। যাঁরা সবজি বাজারে গিয়ে ১ কিলো টমেটো কিনছেন তাঁদের দিকে আশপাশের লোকজন ঘুরে ঘুরে তাকাচ্ছে। এরই মধ্যে টমেটোর বাড়তি দামের মধ্যে অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্যে ৫০ টাকা টমেটো বিক্রি করার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে।

বিরোধীরাও টমেটোর ইস্যুতে সরব

কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরকারের টমেটোর দামের মূল্য বৃদ্ধিতে নিয়ন্ত্রণ করতে না পারা নিয়ে প্রশ্ন তুলেছেন। আসলে টমেটোর দাম আচমকা বেড়ে গিয়েছে। তাও আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে দাম। জুন মাসেই টমেটোর দাম ৫ থেকে ৭ টাকা প্রতি কেজি ছিল। বড় শহরে ১৮ থেকে ২০ টাকা প্রতি কেজিতেও টমেটো পাওয়া গিয়েছে। আর যদি পাইকারি বাজারের কথা বলি তাহলে ৫ টাকা গড় দামে টমেটো বিক্রি হয়েছে। কিন্তু এখন দেশের প্রায় বেশিরভাগ শহরে ১০০ টাকা কেজি পৌঁছে গিয়েছে টমেটোর দাম। কোথাও আরও বেশি। আম জনতার রান্নাঘরের মেজাজ এবং বাজেট দুটোই বিগড়ে দিয়েছে। দিল্লি, গাজিয়াবাদ, জয়পুর, ভোপাল, ইনদওর, রায়পুর বা পাটনা অথবা কানপুর। সব জায়গাতে আমজনতার ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে টমেটো।

এখন কিছু শহরে টমেটোর লেটেস্ট দাম এবং এক মাস আগের দাম

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আপাতত টমেটোর দাম ১১০ টাকা কেজি। এই দাম ২৯ জুন ২০২৩ এর। কিন্তু এক ১ জুন টমেটোর দাম ২৫ থেকে ৩০ টাকা কেজি ছিল। লখনউতে ১২০ টাকা কিলো টমেটো ছিল। যেখানে এখন দাম বেড়ে হয়েছে ১০০ টাকা। যদিও এরই মধ্যে আগ্রাতে ব্যতিক্রমী হয়ে ৪০ টাকা।

হায়দ্রাবাদে সবচেয়ে সস্তা টমেটো

কলকাতাতে আপাতত টমেটোর দাম ৯০ থেকে ৯১ টাকা কেজি। দেরাদুনে ৮০ টাকা কেজি, বেঙ্গালুরুতে ৭০ টাকা কেজিতে টমেটো বিক্রি হচ্ছে। বেঙ্গালুরুতে একমাস আগে ১৫ টাকা প্রতি কেজি দাম ছিল। এরই মধ্যে এখন দেশের কিছু শহরে রয়েছে যেখানে ৫০ টাকা কেজি বা তার নীচে বিক্রি হচ্ছে । বিহারে পাটনায় ৪০ টাকাতে, পুনেতে ৪১ টাকা, হায়দ্রাবাদে মাত্র ২৫ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। সেখানে ইন্দোরের দাম ৪৪ টাকা।

Advertisement

টমেটোর দাম অবাক করেছে

রাজধানী দিল্লিতে টমেটোর দাম আপাতত ৭০ টাকা কেজি। গত এক সপ্তাহে দাম একটু কমেছে। এখানে টমেটোর দাম ১১০ টাকা প্রতি কেজিতে পৌঁছে গিয়েছিল। ১ তারিখে টমেটো সর্বাধিক রেট ছিল ৭২০ টাকা প্রতি কুইন্টাল অর্থাৎ ৭ টাকা ২০ পয়সা প্রতি কেজি। যা দিল্লির আজাদপুর গণ্ডিতে ২৪ জুন পর্যন্ত ৫২০০ টাকা প্রতি কুইন্টাল। অর্থাৎ ৫২ টাকা প্রতি কেজি পর্যন্ত পৌঁছে গিয়েছে। মুম্বাইয়ের ক্ষুদ্রা বাজারের টমেটোর ৪৭ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। দেশের সবচেয়ে সস্তা ২৫ টাকা কিলো টমেটো হায়দ্রাবাদে।

এক মাস আগে টমেটোর কি পরিস্থিতি ছিল

তার উদাহরণ দিতে হলে মহারাষ্ট্রের নাসিকে নজর দিতে হবে। আসলে এখানকার উপজ মণ্ডিতে কিষানরা টমেটোর দাম পাচ্ছিলেন মাত্র ১ টাকা। যার পরে কৃষকদের টমেটো রাস্তায় ফেলে প্রতিবাদ জানান। সেখানে এখন এক মাসে টমেটোর দাম ৫০ টাকা প্রতি কেজিতে পৌঁছে গিয়েছে।

 

POST A COMMENT
Advertisement