'হেলে ধরতে পারে না কেউটে ধরতে গেছে'। ২০১১ সালে বাম সরকার পতনের রেজ্জাক মোল্লার এই উক্তি রাজ্য রাজনীতিতে অমরত্ব পেয়েছে। সেই রেজ্জাক মোল্লা প্রয়াত। বাম ও তৃণমূল সরকারের মন্ত্রী হয়েছিলেন। শেষ বয়সে শরীর সঙ্গ দিচ্ছিল না। রাজনীতি থেকে ছিলেন দূরে। রেজ্জাক মোল্লার মৃত্যুর সঙ্গে শেষ হল দক্ষিণ ২৪ পরগনার বাম রাজনীতির একটা অধ্যায়।