scorecardresearch
 
Advertisement

VIDEO: বাঁকুড়ার সাহারজোড়া গ্রামে 'দুর্গা' একখণ্ড পাথর, কেন? রোমহর্ষক ইতিহাস

VIDEO: বাঁকুড়ার সাহারজোড়া গ্রামে 'দুর্গা' একখণ্ড পাথর, কেন? রোমহর্ষক ইতিহাস

আজ থেকে আনুমানিক ৬০০-৭০০ বছর পূর্বের ঘটনা। কথিত আছে বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের সাহারজোড়া গ্রামের এক প্রত্যন্ত চাষী একদা নিজের জমিতে নাঙ্গল দিয়ে চাষাবাদ করছিলেন। ঠিক তখনই নাঙ্গলের ফলে মাটির তলা থেকে একটি শিলা পাথর বেরিয়ে আসে। নাঙ্গলের আঘাতে শিলা পাথরের গা দিয়ে বেরিয়ে আসছিল রক্ত। তৎকালীন মল্ল রাজা (Bankura Malla Rajbari) ঘটনা প্রত্যক্ষ করেন এবং সেই দিনে দুপুরবেলায় রাজাকে স্বপ্নাদেশে মা মহামায়া তার প্রস্তরখন্ডকে পুজো দিতে বলেন। শুরু হয় সাহারজোড়া গ্রামে আদ্যা শক্তি মা মহামায়ার পুজো। জানুন সেই ইতিহাস।

The ancient history of Durga Puja of Malla Rajbari in Bankura

Advertisement