scorecardresearch
 
Advertisement

Majuli Mask Making Art: GI ট্যাগ পাওয়া অসমের ঐতিহ্যবাহী মাজুলি মুখোশের ইতিকথা

Majuli Mask Making Art: GI ট্যাগ পাওয়া অসমের ঐতিহ্যবাহী মাজুলি মুখোশের ইতিকথা

অসমের ঐতিহ্যবাহী মাজুলি মুখোশগুলিতে গত মাসে GI ট্যাগ দেওয়া হয়। হস্তনির্মিত এই মুখোশগুলি ঐতিহ্যগতভাবে ভক্তিমূলক বার্তা ও নাটক পরিবেশনায় ব্যবহার করা হয়। ১৫-১৬ শতকে সাধক শ্রীমন্ত শঙ্করদেব এটির প্রবতর্ন করেছিলেন। এই মুখোশগুলি তৈরির প্রক্রিয়াটি বেশ শ্রমসাধ্য। বিভিন্ন দেবতা, রাক্ষস, পাখি ইত্যাদির মুখোশ তৈরি করা হয়। মুখোশগুলি কিভাবে তৈরি করা হয়, জানালেন শিল্পীরা।

Advertisement