Advertisement

Majuli Mask Making Art: GI ট্যাগ পাওয়া অসমের ঐতিহ্যবাহী মাজুলি মুখোশের ইতিকথা

অসমের ঐতিহ্যবাহী মাজুলি মুখোশগুলিতে গত মাসে GI ট্যাগ দেওয়া হয়। হস্তনির্মিত এই মুখোশগুলি ঐতিহ্যগতভাবে ভক্তিমূলক বার্তা ও নাটক পরিবেশনায় ব্যবহার করা হয়। ১৫-১৬ শতকে সাধক শ্রীমন্ত শঙ্করদেব এটির প্রবতর্ন করেছিলেন। এই মুখোশগুলি তৈরির প্রক্রিয়াটি বেশ শ্রমসাধ্য। বিভিন্ন দেবতা, রাক্ষস, পাখি ইত্যাদির মুখোশ তৈরি করা হয়। মুখোশগুলি কিভাবে তৈরি করা হয়, জানালেন শিল্পীরা।

Advertisement
POST A COMMENT