scorecardresearch
 
Advertisement

Bagbazar History : ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা, নামের ইতিহাসে বাগবাজার

Bagbazar History : ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা, নামের ইতিহাসে বাগবাজার

বাগবাজার। নাম শুনলেই প্রথমেই যে ছবিটা মাথায় আসে তা হল দুর্গার ডাকের সাজে মূর্তি। যে ডাকের সাজের টানে মানুষ ছুটে আসে বাগবাজারে। এই বাগবাজারেই ছিল নাট্যাচার্য গিরিশ ঘোষের বাড়ি। অ্যান্টনি ফিরিঙ্গির কবিয়াল গানে ভোলা ময়রার বাস বাগবাজারে ছিল। বাগবাজারের গা ঘেসে বয়ে চলেছে গঙগা। তারই পাশে রয়েছে মা সারদার বাড়ি। উত্তর কলকাতার এই প্রাচীন জনপদের অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে ইতিহাস। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে আজকের বাগবাজার। কিন্তু এই বাগবাজার নামটা কিভাবে এল। তারই সন্ধানে আজতক বাংলা।

Bagbazar history name significance

Advertisement