scorecardresearch
 

Jhepi Offbeat North Bengal Trip: উত্তরবঙ্গে সস্তায় স্বর্গ দর্শন করতে চান? চলে আসুন 'ঝেপি'

Jhepi Offbeat North Bengal Trip: উত্তরবঙ্গে সস্তায় স্বর্গ দর্শন করতে চান? চলে আসুন 'ঝেপি'

'কাছে তবু অচেনা' সস্তায় স্বর্গ দর্শন করতে চাইলে ঘুরে আসুন হাতের কাছে 'ঝেপি'। দার্জিলিং ও সিকিমের জোরথাংয়ের ঠিক মাঝামাঝি বিজনবাড়ি ব্লকের এই গ্রাম পর্যটকদের কাছে স্বর্গ। চাহিদা প্রচুর, আকর্ষণও তুঙ্গে। তবু থাকার জায়গা এখনও কম থাকায় পাহাড়ের আদিম সৌন্দর্য এখনও পুরোপুরি বজায় আছে।

Jhepi Offbeat North Bengal Trip