Advertisement

Collection of Sudhir Sarkar : ৫ থেকে ৮৩ বছর, সংগ্রহে প্রায় দুলাখ প্রাচীন জিনিসের ভাণ্ডার সুধীর সরকারের

হুগলির তারকেশ্বরের সুধীর সরকার। বয়স এখন ৮৩। পাঁচ বছর বয়স থেকেই স্ট্যাম্প সংগ্রহ করতে শুরু করেন। ছোট বেলার শখ আসতে আসতে মহীরুহ হয়ে ওঠে। ধীরে ধীরে ডাক টিকিট থেকে শুরু করে অনেক প্রাচীন জিনিস সংগ্রহ শুরু করেন তিনি। তিনি দাবি করেন, ১ লক্ষ ৭০ হাজারের বেশি জিনিস তার সংগ্রহে আছে। কিন্তু আক্ষেপ একটাই, তাঁর অবর্তমানে এই জিনিসগুলির কী হবে।

Advertisement
POST A COMMENT