Advertisement

Fountain Pen Day: খাগের কলম থেকে পাখির পালক, এই ব্যক্তির পেন-সংগ্রহ বিস্ময়কর

কথায় বলে, কলমের ধার তলোয়ারের চেয়ে বেশি। আজ অর্থাত্‍ ৪ নভেম্বর ফাউন্টেন পেন দিবস। কম্পিউটারের যুগে কলমের ব্যবহার প্রায় উঠেই গেছে। কিন্তু মালদার বাসিন্দা পেশায় গ্রন্থাগারকর্মী সুবীরকুমার সাহা আজও কলমের প্রেমেই মজে। প্রায় ৩০ বছর ধরে সংগ্রহ করেছেন হাজারেরও বেশি ধরনের পেন। তার ঘর কলমের সংগ্রহশালা। খাগের কলম, পাখির পালকের কলম, নিপ পেন, সোনা, রুপো, তামা, পাথর, কাট, কাগজ, প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি পেনের বিপুল সংগ্রহ। মূল্যবান তো অবশ্যই। শুধু তাই নয় কোন কোন দেশের কী ধরনের পেন, কে আবিষ্কার করেছেন, তা-ও লিপিবদ্ধ করা রয়েছে তাঁর কাছে।

Fountain Pen Day 2022

Advertisement
POST A COMMENT