scorecardresearch
 
Advertisement

Kolkata Tram: সত্যিই ট্রাম আর কখনও চলবে না কলকাতায়? দেখুন bangla.aajtak.in-এর বিশেষ প্রয়াস

Kolkata Tram: সত্যিই ট্রাম আর কখনও চলবে না কলকাতায়? দেখুন bangla.aajtak.in-এর বিশেষ প্রয়াস

শেষমেশ বিদায় নিচ্ছে দেড় শতক ধরে শহরের নস্টালজিয়া বহন করে চলা ট্রাম। একসময় কলকাতার রাস্তায় রাজকীয় গর্ব নিয়ে চলত ট্রাম। ঘণ্টার টিংটিং শব্দ যেন ছিল কলকাতার নিত্যদিনের ছন্দের অংশ। দেড়শো বছর ধরে ট্রামের চাকার তলায় বয়ে গেছে কত স্মৃতি, কত দুঃখ-সুখের কাহিনি। আর আজ সে-ই শহরের বোঝা। তাই কলকাতায় ট্রামের ঐতিহ্যবাহী সংযোগ শুধুমাত্র ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ঘোষণা করেছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সোমবার পরিবহণ মন্ত্রী জানিয়ে দেন, "শহরের ট্রাম রুটগুলির বেশিরভাগই বাতিল করা হবে, তুলেফেলা হবে লাইনগুলিও।"

Advertisement