ধুলোর ঘূর্ণিঝড় মঙ্গল গ্রহের অন্যতম রহস্য। এই ধুলোর ঘূর্ণিঝড়ের কারণে চিনের পাঠানো জুরং রোভারটিও হাইবারনেশন নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এই ধুলোঝড়ে নাসার অপর্চুনিটি রোভারটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। মঙ্গল গ্রহে কি তাহলে হাওয়া রয়েছে? হাওয়া না থাকলে এই ঝড় হচ্ছে কী করে? জেনে নিন...
Dust Devils on Mars latest news