Advertisement

Joydeep Mukherjee: তানসেনের সুরশৃঙ্গারের ইতিহাস জানালেন শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়

সুর শৃঙ্গার। এই বাদ্যযন্ত্রটি প্রথম ষোলশ শতকে ব্যবহার করেছিলেন তানসেন। যখন তিনি বর্ষাকালে ধ্রুপদী রবাব বাজাতেন, তখন সেই যন্ত্রের টেনসন পরে যেত। ভাল আওয়াজ বের হতো না। এই সমস্যার সমাধান করতে পারেন নি তানসেন। প্রায় দুশো-আড়াইশো বছর পর এই সমস্যার সমাধান করেন তানসেনেরই এক বংশধর। সেই যন্ত্র একসময় হারিয়ে যায়। সঙ্গীতশিল্পী ও বাদ্যকর জয়দীপ মুখোপাধ্যায় সেই যন্ত্রকেই নতুন রূপ দিয়েছেন। শুনুন তাঁর মুখেই, সুরশৃঙ্গারের ইতিহাস।

Advertisement
POST A COMMENT