ভারতীয় টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ব্যবহার করা হোক। মাসখানেক আগে এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন স্বাধীনতা সংগ্রামী হরেন বাগচি বিশ্বাস। সেই জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয় মহামান্য আদালত। তবে এই প্রথম নয়, এর আগেও এই দাবি একাধিকবার উঠেছে। এমনকী কেন্দ্রীয় সরকারের কাছে এই একই দাবিতে চিঠি লিখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। এ তো গেল নেতাজির ছবি ভারতীয় নোটে ব্যবহারের দাবির বিষয়টি। কিন্তু, ইতিহাস বলছে, এক সময় নোটে নেতাজির ছবি ব্যবহার করা হত। জানুন।
netaji subhas chandra bose images used in currency in azad hind fauj